কলকাতা: লাল শাড়ির সঙ্গে আলগা সাজ, বাবা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে কোয়েল মল্লিক (Koel Mallick)। আজ অন্নপূর্ণা পুজো। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন কোয়েল।
অন্নপূর্ণা পুজোয় কোয়েল
মল্লিক বাড়ির প্রায় সবরকম পুজোর শুরু থেকে শেষেই যুক্ত থাকেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি শেয়ারও করে নেন নায়িকা। আজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়িতে বাবা ও মায়ের সঙ্গে দাঁড়িয়ে তিনি। সাদা পোশাক পড়েছেন রঞ্জিত মল্লিক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে কোয়েল লেখেন, 'অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা সবাইকে!'
নিজে ছোটবেলা থেকে বিভিন্ন পুজো দেখেই বড় হয়েছেন তিনি। ছেলে কবীরকেও তিনি পরিচয় করিয়ে দিতে চান বাড়ির এই সংস্কৃতির সঙ্গে। হামেশাই একরত্তিকে নিয়ে পুজোর জায়গায় পৌঁছে যান মা কোয়েল। তবে এদিনের শেয়ার করে নেওয়া ছবিতে দেখা গেল না কবীরকে। বরং বাবা-মায়ের সঙ্গেই ধরা দিলেন কোয়েল।
আরও পড়ুন: 'কিশমিশ'-এর আসরে রুক্মিণীর সঙ্গে বিয়ের দিন ঘোষণা দেবের!
বাবা-মেয়ের রয়ায়ন চিরকালই খুব প্রিয় অনুরাগীদের। কোয়েল যখন অভিনয় জগতে পা রাখতে চাইল, কী অনুভূতি হয়েছিল বাবা রঞ্জিতের? এবিপি লাইভকে অভিনেতা বলছেন, 'কোয়েলের ছবি করা নিয়ে আমার কখনও কোনও আপত্তি ছিল না। কেবল ভয় ছিল। মনে হয়েছিল, ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ পড়বে। পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। ভয়ে হরনাথ চক্রবর্তীকে বললাম, 'হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।' কোয়েল জানতে পেরে অবাক হবে বলেছিল, 'বাবা! সবাই সবার ছেলে মেয়েকে সাহায্য করে আর তুমি আমায় ছবিতে নিতে বারণ করছো!' শুরু হল শ্যুটিং। হরনাথ ২ দিন পর এসে বলল, 'তুমি ভয় পেও না দাদা। আমি দেখে নিয়েছি। ও পারবে।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">