কলকাতা: শেষ হল তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)-র নতুন ছবি 'পারিয়া' (Pariah)-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের দিনের ছবি পোস্ট করেছেন পরিচালক। পথকুকুরদের গল্প বলে 'পারিয়া'। তথাগত পোষ্যপ্রেমী এই কথা কারও অজানা নয়। শুধু বিদেশি পোষ্য নয়, তথাগত পথকুকুরদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবসময়, তাঁদের জন্য বিভিন্ন সময়, বিভিন্ন কাজ করেছেন তিনি। আর সেই ভালবাসা থেকেই 'পারিয়া'-র পরিকল্পনা। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), অঙ্গনা রায় (Angana Roy) ও শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে।
সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের দিনের ছবি পোস্ট করে তথাগত লিখেছেন, 'অবশেষে পারিয়ার শ্যুটিং শেষ। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সবাই যতটা ঘাম ঝরিয়েছে, তাতে রক্তও মিশে আছে খানিকটা। সিনেমার ব্যক্তিগত শব্দটা সর্বজনীন হয়ে গিয়েছে ভাঙা হাড়, চিৎকার আর অনেকটা জমে থাকা রাগে। "ওদের" লড়াইটা কখন সবার হয়ে গেল, টের পাওয়ার আগেই শুটিং শেষ। কাউকে ধন্যবাদ দেওয়ার নেই, শুধু নীরব প্রতিশোধের অঙ্গীকার থাকল গোটা পারিয়া টিমের তরফে। সময়ের চেয়ে আদিম আততায়ী বোধহয় আর কেউ নেই।'
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রোমোদ ফিল্মস অ্যান্ড ড্রিমস অন সেল (Pramod Films and Dreams On Sale)। এই ছবিতে বিক্রম এমন একটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, যে রাস্তার কুকুরদের রক্ষার জন্য, তাদের বাঁচানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে যান। অন্যদিকে শ্রীলেখার চরিত্র একটি এনজিও চালান। তিনিও এই একই লড়াই লড়েন কিন্তু আইনত।
আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস
আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো