কলকাতা: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠত্বের তকমা পেলেন বাঙালি পরিচালক জুটি। ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য 'গোল্ডেন স্প্যারো' পুরস্কার জিতে নিলেন 'কালকক্ষ' (হাউজ অফ টাইম) ছবির পরিচালক জুটি রাজদীপ পাল (Rajdeep Paul) ও শর্মিষ্ঠা মাইতি (Sarmistha Maiti)।


তবে এই প্রথম নয়। এরই মধ্যে একাধিক পুরস্কার ঝুলিতে ভরেছে 'কালকক্ষ' (Kalkokkho)। 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ নিউ কারেন্টস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবির। সপ্তম ক্যালাইডোস্কপ আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তন্নিষ্ঠা বিশ্বাস। পরবর্তী সময়ে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (গোয়া) ইন্ডিয়ান প্যানোরমার সম্মান পায় 'কালকক্ষ'। অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত ছবি 'কালকক্ষ' (হাউজ অফ টাইম) ২০২১ সাল থেকে শুরু করে ২০২২-এর শুরু পর্যন্ত এখনও পেয়ে চলেছে অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সম্মান।




রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত এই ছবি আন্তর্জাতিক ও জাতীয় ক্ষেত্রে শুধু সমালোচকদের প্রশংসাই পেয়েছেন এমনটা নয়, ছবিটিকে ভালবেসেছে দর্শকও। সম্প্রতি এই সবকিছুর সঙ্গে প্রথমবার যুক্ত হল নতুন তকমা। দিল্লির ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য 'গোল্ডেন স্প্যারো' পুরস্কার জিতে নিলেন ছবির পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। বলাই বাহুল্য এই সম্মান তাঁদের ছবির সম্পূর্ণ টিমের জন্য বিশেষ রকম অনুপ্রেরণার কাজ করেছে। কী বলছেন পরিচালকদ্বয় রাজদীপ ও শর্মিষ্ঠা? তাঁদের কথায়, 'এই ছবির চিত্রনাট্য জুড়ে রয়েছে সময়ের গোলকধাঁধার আবহ। সেই বিষয়টা যথার্থভাবে সিনেমার পরিভাষায় ফুটিয়ে তোলা সহজ ছিল না। 'ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' যে আমাদের এই সম্মানে ভূষিত করেছে, তার জন্য আমরা খুবই আনন্দিত।' তবে এখানেই থেমে নেই 'কালকক্ষ' ছবির চলচ্চিত্র উৎসবে অভিযান। সম্প্রতি ১৯তম 'চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে দেখানো হয়েছে এই ছবি। আসন্ন কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবেও নেটপ্যাক পুরস্কারের প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হবে 'কালকক্ষ'। এছাড়া আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে এই ছবি।


আরও পড়ুন: Bonny Sengupta Exclusive: এই বছর রাজনীতিকে পাশে সরিয়ে অভিনয়ে মন দেব: বনি সেনগুপ্ত


এই বিপুল পরিমাণ সম্মান ও পুরস্কারে স্বভাবতই আনন্দিত ও গর্বিত 'কালকক্ষ' ছবির গোটা দল।