কলকাতা: করোনা কাঁটা পেরিয়ে এখন একের পর এক বাংলা ছবি তৈরি হচ্ছে। কিছু ছবি মুক্তির অপেক্ষায়, আবার বেশ কিছু নতুন ছবি তৈরির নাম ঘোষণাও হচ্ছে। আসছে পরিচালক নীহাল দত্তের নতুন ছবি 'জান্নাত' (Jannat)। অভিনয়ে দেখা যাবে একাধিক অভিনেতাকে। থাকছেন শুভম, শর্মিষ্ঠা আচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় সুপ্রিয় দত্ত, বরুণ চক্রবর্তী, প্রেমজিৎ মুখোপাধ্যায়, সুজাতা মণ্ডল প্রমুখ (Subham, Sarmistha Acharjee, Subhasish Mukhopadhyay, Supriyo Dutta, Barun Chakraborty, Premjit Mukherjee, Sujata Mondal)। হাসান ইমামের গল্প অনুসরণে সোনম মুভিসের প্রযোজনায় তৈরি হবে এই ছবি।
কলকাতা থেকে আইনে স্নাতক পাস করে সুদর্শন ফিরে আসে নিজের গ্রামে, উত্তরবঙ্গে। সেখানেই নিজের কর্মসংস্থান করতে চায় সে। গ্রামে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকে। অন্যদিকে গ্রামেরই অবস্থাপন্ন কোরবান আলির মেয়ে জান্নাত। তার সঙ্গে অনেকদিন ধরেই সুদর্শনের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু গ্রামে ফিরে ধাক্কা খায় সুদর্শন।
আরও পড়ুন: World Cup 1983: মুম্বইয়ে ৮৩ ছবির জমজমাট প্রমোশন, হাজির রিল ও রিয়েল লাইফের সদস্যরা
গ্রামে ফিরে সুদর্শন জানতে পারে, তারই বন্ধু ফারহাদের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে জান্নাতের। বন্ধুত্বের খাতিরে তখন প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় সুদর্শন, কিন্তু বাধ সাধে ফারহাদ স্বয়ং। তারই হস্তক্ষেপে অভিভাবক ও গ্রামের বিপক্ষে গিয়ে সুদর্শন ও জান্নাত আশ্রয় নেয় ফারহাদের চা-বাগানে। শুরু হয় অশান্তি। তখন মরিয়া যুগল পালিয়ে আসে কলকাতায়। এখানে এসেও ঝামেলা পিছু ছাড়ে না তাঁদের। অসৎ পুলিশকর্মীর চক্রান্তে ধর্ষিতা হন জান্নাত। ঘৃণায়, অপমানে আত্মহত্যা করে সে। দুই ধর্ষণকারী পুলিশকে হত্যা করে প্রতিশোধ নেয় সুদর্শন।
গোটা ছবির গল্পই বোঝা যাবে আদালতে দুই পক্ষের আইনজীবীর কথোপকথন, বিচারক ও সাক্ষীদের যুক্তিতর্ক-জবানবন্দির মাধ্যমে। সুদর্শনের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে কাহিনি প্রকাশ্যে আসে। গল্পের শেষে খুনের আসামি সুদর্শনের সংলাপ সমাজে গভীর প্রশ্ন চিহ্ন রেখে যাবে। মানসিক ভারসাম্য হারায় সুদর্শন। তারপর? কার পক্ষে যাবে বিচার? সমাজের কোন খারাপ দিক ছবির মাধ্যমে প্রকাশ্যে আসবে?