এক্সপ্লোর
Advertisement
'ভাগ্যশ্রীকে কাছে টেনে নিয়ে চুমু খেও', ফটোগ্রাফারের আবদার, সলমনও দিয়েছিলেন মোক্ষম জবাব
সেইসময়ের কথা বলতে গিয়ে এখনও আবেগপ্রবণ হয়ে পড়েন ভাগ্যশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে-সময় এক বিখ্যাত ফটোগ্রাফার শুটের সময় সলমনকে বলেন ভাগ্যশ্রীকে কাছে টেনে নিয়ে চুমু খেতে ।
মুম্বই: 'ম্যায়নে পেয়ার কিয়া' মনে পড়ে? নয়ের দশকের সিনে-প্রেমীদের মনে এই ছবির স্মৃতি আজও অমলিন। সেইসময় সলমন-ভাগ্যশ্রী জুটি জনপ্রিয়তার শিখরে। যুগলকে নিয়ে প্রত্যাশার পারদ তখন তুঙ্গে। বিভিন্ন জায়গা থেকে আসছিল ফটোশুটের অনুরোধ।
সেইসময়ের কথা বলতে গিয়ে এখনও আবেগপ্রবণ হয়ে পড়েন ভাগ্যশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে-সময় এক বিখ্যাত ফটোগ্রাফার শুটের সময় সলমনকে বলেন ভাগ্যশ্রীকে কাছে টেনে নিয়ে চুমু খেতে ।
''সেই সময় এক বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন, আজ তিনি বেঁচে নেই। তিনি সেই সময় আমার আর সলমনের কিছু ব্যতিক্রমী ছবি তুলতে চান। মানে 'হট' ফটোগ্রাফ বলতে যা বোঝায়। তখন তিনি সলমনকে আলাদা ডেকে নিয়ে বলেন, 'ক্যামেরা সেট আপ করলেই তুমি হঠাৎ ভাগ্যশ্রীকে কাছে টেনে নিয়ে চুমু খেও।''
সব কথাই কানে আসছিল ভাগ্যশ্রীর। সে-সময় সলমন যা জবাব দেন, তা শুনে অভিনেত্রীর তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় নিঃসন্দেহে। ভাগ্যশ্রীর কথায়,
'আমরা সবাই তখন ইন্ডাস্ট্রিতে নবাগত। ওই ফটোগ্রাফার ভেবেছিলেন এমনকিছু তিনি বলতেই পারেন আমাদের। সলমন বা উনি, কেউই বোঝেননি আমি সব শুনতে পাচ্ছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম ওঁর কথা শুনে। তারপর সলমনের কথা শুনে অভিভূত হয়ে যাই। সলমন বলেন, 'আমি এমনকিছুই করব না। আপনি যদি এমন পোজ চান, তাহলে ভাগ্যশ্রীকে জিগ্যেস করুন। সেদিন আমি বুঝলাম আমি নিরাপদ মানুষদের মধ্যেই আছি।''
যদিও ওই ছবির পর আর ভাগ্যশ্রীকে তেমন ভাবে পায়নি ইন্ডাস্ট্রি। স্বামী-পুত্রকেই বেশ সময় দিতে চান।
ভাগ্যশ্রী আবার কাজ করতে চলেছেন ছবিতে। রাধাকৃষ্ণ কুমারের 'জান' ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন প্রভাসও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement