মুম্বই: বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি 'ভুল ভুলাইয়া' (Bhool Bhulaiyaa) ফিরছে তাদের তৃতীয় ছবি নিয়ে। প্রকাশ্যে এল কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বিদ্যা বালান (Vidya Balan) ও তৃপ্তি দিমরি (Tripti Dimri) অভিনীত 'ভুল ভুলাইয়া ৩' ছবির টিজার ('Bhool Bhulaiyaa 3' Teaser Out)। এবছরের দীপাবলিতে (Diwali Release) পর্দায় দেখা যাবে রুহ বাবা ও মঞ্জুলিকার জোর টক্কর। শুক্রবার মুক্তি পেল ছবির টিজার।
প্রকাশ্যে এল 'ভুল ভুলাইয়া ৩' ছবির টিজার
১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজার খুব নিখুঁতভাবে ছবি হরর ও কমেডিকে একসঙ্গে ধরেছে। গায়ে কাঁটা দেওয়া ভৌতিক দৃশ্যের পাশাপাশি থাকবে পেটে খিল দেওয়া হাসির মুহূর্তও। ২০০৭ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'ভুল ভুলাইয়া'। সেই ছবিতে মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা বালানের অভিনয় আজও দর্শকের মনে উজ্জ্বল। এবার ফের সেই চরিত্র ফিরছে। টিজারের শুরুতেই তাঁর মুখে শোনা গেল 'শাকচুন্নি'!
ওই ছবিতে একটি দৃশ্যে দেখা যায় হঠাৎ খুব রেগে গিয়ে এক হাতে আস্ত খাট শূন্যে তুলে ধরেছিল মঞ্জুলিকা। সেই রেশ বজায় রেখেই এবার তাকে দেখা গেল সিংহাসন তুলে নিতে। এবার সে ফিরে এসেছে আক্ষরিক অর্থেই নিজের আসন, নিজের সিংহাসনের দাবিতে। এরপরেই রুহ বাবার গ্র্যান্ড এন্ট্রি নজরে পড়বে। নেপথ্যে তাঁকে বলতে শোনা যায়, 'দুনিয়া বোকা তাই ভূতেদের ভয় পায়।' এরপর সেই বছরের পর বছর ধরে তালাবন্ধ ঘরের দরজা ভেঙে ঢুকতেই রহস্যের উদঘাটন! সেই ঘরেই যে পুরোহিত মঞ্জুলিকাকে বন্ধ করে রেখেছিল।
খুবই অল্প সময়ের জন্য তৃপ্তি দিমরিকেও দেখা যায়। চোখের পলক ফেললেই মিস করে যেতে পারেন তাঁর উপস্থিতি। যদিও গোটা টিজারের মূল আকর্ষণ বিদ্যা বালান। তাঁর সেই আইকনিক মঞ্জুলিকা চরিত্রে ফের মন জয় করতে তৈরি বলাই চলে। টিজারের শেষে শোনা যায় মঞ্জুলিকাকে কার্তিক 'এক নম্বরের ডাইনি' বলে ডাকছেন।
'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল ২০০৭ সালে যেখানে মুখ্য চরিত্র রুহ বাবা হয়েছিলেন অক্ষয় কুমার। প্রেক্ষাগৃহে সাফল্য লাভ করে সেই ছবি। মলয়ালি ছবি 'Manichitrathazhu'-র আনুষ্ঠানিক হিন্দি সংস্করণ ছিল এটি। মলয়ালি তারকা ফাহাদ ফাসিলের বাবা ফাসিলের পরিচালনায় তৈরি হয় সেই ছবি। এরপর 'ভুল ভুলাইয়া ২' ছবিতে অক্ষয়ের হাত থেকে ব্যাটন যায় কার্তিক আরিয়ানের হাতে। রুহ বাবা হিসেবে মন কাড়েন কার্তিক। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী। বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। তবে এবার কার্তিককে জুটি বাঁধতে দেখা যাবে তৃপ্তির সঙ্গে। সেই সঙ্গে প্রথম ছবির মঞ্জুলিকার চরিত্রে ফিরছেন বিদ্যা বালান। দীপাবলিতে মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া ৩'। প্রসঙ্গত, কলকাতাতেও এই ছবির অংশ বিশেষের শ্যুটিং হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।