কলকাতা: সম্পর্কের নতুন ইনিংস। বাবা-মা হতে চলেছেন প্রিন্স নারুলা (Prince Narula) ও যুবিকা চৌধুরী (Yuvika chaudhary)। সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে আজ সুখবর জানান এই জুটি। তাঁদের আলাপ রিয়্যালিটি শো থেকে, সেখান থেকেই সম্পর্ক, প্রেম ও তারপরে বিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ইনস্টাগ্রাম পোস্ট করে তাঁরা জানান, পরিবারে আসছে নতুন সদস্য। 


যুবিকা ও প্রিন্স নারুলার সন্তানের আগমনের এই খবরে উচ্ছ্বসিত নেটদুনিয়া। যদিও বেশ কিছুদিন থেকেই অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না যুবিকাকে। এতেই অনেকে মনে করেছিলেন, শিল্পী বোধহয় অন্তঃসত্ত্বা। তবে সন্তান আগমনের বিষয় নিয়ে, এর আগে প্রশ্নের মুখে পড়লেও, মুখ খোলেননি প্রিন্স নারুলা বা যুবিকা কেউই। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি, সেই খবর জানান তাঁরা। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি লাল গাড়ির ছবি পোস্ট করেছেন তাঁরা। একটি বড় লাল গাড়ির পাশে দাঁড়িয়ে আছে প্রায় একইরকম দেখতে একটি খেলনা গাড়ি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে প্রিন্স নারুলা লিখেছেন, 'জানি না কীভাবে এই খুশির খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমরা ভীষণ খুশি আবার একই সময়ে ভীষণ টেনশনেও রয়েছি। আমাদের শিশু আসছে এই পৃথিবীতে। জানি না আমাদের সন্তান পুত্র হবে নাকি কন্যা, কিন্তু আর সমস্ত বাবা-মায়ের যেমন স্বপ্ন থাকে, তেমন স্বপ্ন আমাদেরও রয়েছে। ভাবতেই ভাল লাগছে, আমরা অন্তঃসত্ত্বা। আর কয়েকমাস পরেই আমাদের সন্তান আমাদের বাড়িতে আসবে। ওর সঙ্গে হেসে, কথা বলে, খেলা করে আমরা খুশি থাকব। আমার জীবনের সেরা উপহারটা আমায় দিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যুবিকা। ভগবানের আশীর্বাদে আমরা সন্তান লাভ করতে চলেছি। সেই দিনটার অপেক্ষায় রয়েছি যখন পরিবারের সবাই আমাদের শিশুকে দেখবে। আনন্দ করবে। ভগবান সব মঙ্গল করুন।'


 






আরও পড়ুন: Constable Manju: অর্জুনের অপ্রিয় সত্যির সামনে দাঁড়িয়ে মঞ্জু, কোন দিকে মোড় নেবে সম্পর্ক?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।