মুম্বই: টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বলিউড ভাইজান নিয়ে হাজির হবে জনপ্রিয় আর বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস'। চোদ্দতম সিজন সফলভাবে শেষ হওয়ার পর শুরু হতে চলেছে পনেরোতম সিজন। 'বিগ বস'-র নতুন সিজন শুরু হওয়ার আগেই সলমন খান দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অন্যান্যবারের থেকে এবারের বিগ বস আরও বেশি বিনোদনের এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'বিগ বস সিজন ১৫'-র প্রথম এপিসোড।

আরও পড়ুন - Bollywood Movies Release: 'বচ্চন পাণ্ডে' থেকে 'বিক্রম বেদা রিমেক', কবে মুক্তি পাচ্ছে কোন ছবি, রইল ৩০টির তালিকা

'বিগ বস ১৫' শুরু হচ্ছে আগামী ২রা অক্টোবর থেকে। এতদিন যেমন কালার্স চ্যানেলে দেখতে পেতেন, এবারেও তেমনই কালার্স চ্যানেলেই সম্প্রচারিত হবে বিগ বসের নতুন সিজন। গাঁধী জয়ন্তীর দিনেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রিয়েলিটি শো। ২রা অক্টোবর রাত সাড়ে ৯টায় শুরু হবে 'বিগ বস ১৫'-র প্রথম এপিসোড।

যদি টেলিভিশনে আপনার প্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ১৫' দেখতে না পান, তাহলে চিন্তা করার কোনও কারণ নেই। ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ দেখে নিতে পারবেন লাইভ স্ট্রিমিং। আপনি নিজের মোবাইল ফোন কিংবা ডেস্কটপ থেকে ডাউনলোড করে নিতে পারেন ভুট অ্যাপ। আর তারপর দেখে ফেলুন সলমন খানের সঞ্চালনায় 'বিগ বস ১৫'।

আরও পড়ুন - আজকের দিনে শেষবারের মতো ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

কারা কারা থাকতে চলেছেন এবারের বিগ বসে?জানা যাচ্ছে, জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান থাকছেন এবারের বিগ বসে। এছাড়াও চলতি বছরে বিগ বস ওটিটিতে প্রতিযোগী হিসেবে থাকা শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট এবং প্রতীক সেহজপাল থাকছেন সলমন খানের বিগ বসে। এছাড়াও আর কোন কোন তারকা থাকতে চলেছেন এবারের বিগ বসের বাড়িতে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টার।