Bigg Boss 15 Winner: চিনে নিন 'বিগ বস ১৫'-র বিজয়ী তেজস্বী প্রকাশকে

'রিস্তা লিখেঙ্গে হম নয়া' ধারাবাহিকে বলিষ্ঠ অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন তেজস্বী প্রকাশ। হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ তেজস্বী। এক ঝলকে দেখে নিন তেজস্বী প্রকাশ সম্পর্কে অজানা কিছু তথ্য।

Continues below advertisement

মুম্বই: সদ্য শেষ হওয়া 'বিগ বস সিজন ১৫'-র (Bigg Boss 15) বিজয়ী হয়েছেন তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash)। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি এবং আর এক প্রতিযোগী প্রতীক সেহজপাল। শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন তেজস্বীই। 'বিগ বস ১৫'-এর ট্রফি এবং ৪০ লক্ষ টাকার নগদ পুরস্কার জিতে নেওয়ার পাশাপাশি, তেজস্বী একতা কপূরের ধারাবাহিক 'নাগিন ৬'-এ অভিনয় করার সুযোগও জিতেছেন, যেখানে তাঁকে নাগিন চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ধারাবাহিকের নির্মাতারা গ্র্যান্ড ফিনালে পর্বে তাঁর মুখ প্রকাশ করেন। বিজয়ীর অনুরাগীর সংখ্যা বিপুল এবং শো চলাকালীন তাঁর খেলার এক দুর্দান্ত কৌশল ছিল। বিজয়ীর তকমা এবং ট্রফি জিতে তেজস্বী তাঁর বাবা-মা, শোয়ের হোস্ট সলমন খান এবং দর্শকদের তাঁকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Continues below advertisement

'রিস্তা লিখেঙ্গে হম নয়া' ধারাবাহিকে বলিষ্ঠ অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন তেজস্বী প্রকাশ। হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ তেজস্বী। এক ঝলকে দেখে নেওয়া যাক 'বিগ বস ১৫'র বিজয়ী তেজস্বী প্রকাশ সম্পর্কে অজানা কিছু তথ্য।

১. অভিনয়ের পাশাপাশি সাঁতার এববং বাস্কেটবল খেলায় পটু তেজস্বী প্রকাশ। ফিট থাকতে পছন্দ করেন তিনিয তাইওয়ানের এক ফিটনেস ট্রিপেরও অংশ তিনি।

২. ইঞ্জিনিয়ার পরিবারের মেয়ে তেজস্বী। ইলেকট্রনিক্স এবং টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হন তিনিয ধারাবাহিকে অভিনয় করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন। অভিনয়ের সঙ্গে পড়াশোনা খুব সুন্দরভাবে চালিয়ে যেতেন তিনি।

আরও পড়ুন - Taapsee Pannu Update: কী ধরনের চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করতে হয়েছিল তাপসী পান্নুকে?

৩. ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও তেজস্বী প্রকাশের পছন্দের বিষয় রসায়ন।

৪. গানেও দক্ষ তেজস্বী। পারেন হারমোনিয়াম বাজাতে। ভারতনাট্যমেও প্রশিক্ষণ রয়েছে তাঁর।

৫. খেতে খুবই ভালোবাসেন অভিনেত্রী। ফুচকা তাঁর অন্যতম পছন্দের খাবার। এছাড়াও, চিকেনের পদ, মাছের পদ, চকোলেট, ছোলে ভাটুরে, আইসক্রিম এবং ডোনাটস তাঁর পছন্দের খাবার।

৬. বই পড়তে ভালোবাসেন তেজস্বী। 

Continues below advertisement
Sponsored Links by Taboola