নয়াদিল্লি: ১ অক্টোবর থেকে সলমন খান (Salman Khan) সঞ্চালিত 'বিগ বস'-এর (Bigg Boss) নতুন মরসুম চালু হচ্ছে। টেলিভিশন (Television) ও ওটিটি (OTT) সর্বত্রই দেখা যাবে এই অনুষ্ঠান। প্রায় বছর দশেক ধরে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান। এবারেও তার অন্যথা হচ্ছে না। 'বিগ বস ১৬'-এর নতুন সিজনের গ্র্যান্ড প্রিমিয়ার কোথায় কখন কবে দেখা যাবে? জেনে নিন বিস্তারিত।


শুরু হচ্ছে 'বিগ বস ১৬'


'বিগ বস ১৬' শুরু হচ্ছে ১ অক্টোবর অর্থাৎ আজ থেকে। অনুষ্ঠানের প্রথম এপিসোড দেখা যাবে আজ রাত সাড়ে ৯টায়। প্রত্যেকদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত ১০টা থেকে অনুরাগীরা দেখতে পাবেন এই অনুষ্ঠান। অন্যদিকে, সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এই অনুষ্ঠান দেখা যাবে সাড়ে ৯টা থেকে। 'কালার্স টিভি' (Colors TV) ও 'ভুট সিলেক্ট'-এ (Voot Select) এই অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক। 'ভুট সিলেক্ট'-এর জন্য বার্ষিক ২৯৯ টাকার সাবস্ক্রিপশন প্রয়োজন।


'বিগ বস ১৬'-এর প্রথম হাউজমেট, আবদু রজিক, তাজিকিস্তানের ইন্টারনেট সেনসেশনের নাম ঘোষণা করা হয় সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে। ঘোষণা করেন স্বয়ং সলমন খান। তাছাড়া সদ্য মুক্তি প্রাপ্ত একাধিক প্রোমোতে সুম্বুল তৌকির খান, নিমরত কৌর আলুওয়ালিয়া প্রমুখের মতো চেনা মুখ দেখা গেছে।


 






জানা যাচ্ছে, এবারের 'বিগ বস ১৬'-এর বাড়ির থিম একেবারে অন্য ধরনের। সার্কাস থিমে সেজে উঠেছে বিগ বসের বাড়ি যেখানে প্রতিযোগীরা থাকবেন। সলমন খান জানিয়েছেন যে অন্যান্যবার যেমন শনিবার ও রবিবার 'উইকেন্ড কা ওয়ার' হত, সেটা এই মরসুমে বদলে হবে শুক্রবার ও শনিবার। গুঞ্জন শোনা যাচ্ছে এইবার সলমন খানের সঙ্গে সঞ্চালনায় দেখা যাবে শেহনাজ গিলকেও। 


আরও পড়ুন: Devline Kumar: জিমেও পুজোর আমেজ, কত্থকের ছন্দের সঙ্গে ভারোত্তলন করছেন দেবলীনা!


এই মরসুমের ফাইনাল ১৪ জন প্রতিযোগী 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশ করে ফেলেছেন এবং প্রথম পর্ব শুরুও হয়ে গিয়েছে। প্রতিযোগীদের আনুমানিক তালিকায় রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, দিশা পরমার, সাইনি আহুজা, মুনাওয়ার ফারুকি, সাইশা শিন্ডে, অঞ্জলি অরোরা, কণিকা মান, প্রাচী দেসাই ও ভিভিয়ান সেনা প্রমুখ।