কলকাতা: লাল বেনারসী আর সোনার নূপূর পরা দুটো ছোট্ট ছোট্ট পা। বড় হল একরত্তি দেবী, হল মুখেভাত। আর সবটা এক্কেবারে বাঙালি রীতিতে। সোশ্যাল মিডিয়ায় মেয়ের টুকরো ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। বছর ঘোরেনি, মা হয়েছেন অভিনেত্রী। বাবা হয়েছেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। 


সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই বিপাশা জানিয়েছিলেন, তিনি মেয়ের ডাক নাম রেখেছেন মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় বিপাশা যে ভিডিও শেয়ার করে নিলেন, তার হবে শোনা গেল 'মিষ্টি' গান। রাইস সেরেম্যুনি নয়, প্ল্যাকার্ডে লেখা রইল, 'দেবীর মুখেভাত'। ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান পালন করলেন তাঁরা। লালের ওপর সাদা সুতোর কাজ করা সালোয়ার কামিজ পরেছিলেন বিপাশা। টেনে বাঁধা খোঁপা, কপালে লাল বড় টিপ আর সিঁথিতে সিঁদুর। 


ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাসিতে ঝলমলিয়ে উঠছেন নতুন মা। হাজির ছিলেন কর্ণও। কুর্তা, কোটে সেজেছিলেন তিনি। মেয়েকে কোলে বসিয়ে পালন করলেন যাবতীয় রীতি। 


বাঙালিদের মুখেভাতে বেশ কিছু রীতি পালন করা হয়। যেমন একটি থালায় রাখা হয়, বই (সাধারণত গীতা রাখা হয়), পেন, টাকা, ধান, মাটি ও অন্যান্য জিনিস। শিশুর সামনে সেই থালা ধরা হয়, এর মধ্যে শিশু কোনও একটা বেছে নেয়। আর প্রত্যেকটিরই থাকে আলাদা আলাদা অর্থ। বিপাশার দেওয়া ভিডিওর কমেন্টে এক অনুরাগী প্রশ্ন করেছেন, দেবী কী ধরল ওই থালা থেকে? উত্তরে বিপাশা জানান, বই ধরেছে দেবী।


বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় দেবীর প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন তাঁরা।  প্রকাশ করেছেন দেবীর ডাকনামও।