কলকাতা: ২ বছর পূর্ণ করল তাঁদের একরত্তি কন্যাসন্তান 'দেবী'। তাই বিশেষ আয়োজন। নীল সমুদ্রতটে কেক কেটে জন্মদিন উদযাপন। বালুকাবেলা সাজানো হল রঙিন বেলুনে। আর সেই সঙ্গে বার্তা, দেবীর ২ বছর বয়স হয়ে গেল। ছোট্ট দেবীকে তাঁর জন্মদিনে ঘিরে রাখলেন মা বিপাশা বসু (Bipasha Basu) ও বাবা কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিলেন তাঁরা। ছোট্ট দেবীকে শুভেচ্ছা জানালেন সবাই।
বিপাশা বাঙালিনী। সেই বাংলা ছুঁয়েই তিনি মেয়ের নাম রেখেছেন 'দেবী'। যে শব্দের অর্থ হল দেবতা। আর আজ, পায়ে পায়ে দু বছর পার করে ফেলল সেই ছোট্ট দেবী। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা ও কর্ণ দুজনেই। সেখানে দেখা যাচ্ছে, রঙিন বেলুনে সাজানো হয়েছে সমুদ্রের ধার। সাজানোর মধ্যে রয়েছে ফুল আর বেলুনও। রাখা হয়েছে প্রজাপতি দিয়ে সাজানো ক্লথে মোড়া একটি টেবিল। সেখানেই আনা হয়েছে জন্মদিনের কেক। আর মায়ের কোলে চেপে আর বাবার হাত ধরে দিব্যি সেই রামধনু কেক কেটে ফেলল খুদে দেবী। সেই ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০২২ সালে, ১২ নভেম্বর, বিপাশা ও কর্ণ তাঁদের প্রথম সন্তানকে নিয়ে আসেন পৃথিবীতে, বিয়ের ৬ বছর পর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কন্যার জন্মের খবর দিয়েছিলেন। গত বছর ১৬ অগাস্টে অন্তঃসত্ত্বা থাকার কথা ঘোষণা করেছিলেন বিপাশা। ২০১৫ সালে ভূষণ পটেলের 'অ্যালোন' ছবির সেটে বিপাশা ও কর্ণের প্রথম আলাপ এবং এক বছর সম্পর্কে থাকার ২০১৬ সালের এপ্রিলে তাঁরা গাঁটছড়া বাঁধেন।
বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা।
আরও পড়ুন: Deepika-Ranveer: বিবাহের ৬ বছর পার, কোন ঘটনায় দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।