এক্সপ্লোর
কীভাবে প্রথম বিবাহবার্ষিকী পালন করছেন বিপাশা ও কর্ণ!

মুম্বই: আগামীকাল ৩০ এপ্রিল বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের প্রথম বিবাহবার্ষিকী। খাতায় কলমে এখনও একদিন দেরি থাকলেও তাঁরা কিন্তু তাঁদের স্পেশাল দিন উদযাপন শুরু করে দিয়েছেন।
দু'জনেই একগাদা ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে, সমুদ্রতটে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা।
দু'জনেই একগাদা ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে, সমুদ্রতটে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা। From the first time you ever sang to me ... and even till now... I become this emoticon ???????????????????????????????????????????????????????? each time ❤️ Happy Official wedding Day to you my love ❤️#monkeylove A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on
She makes everything look easy A post shared by karan singh grover (@iamksgofficial) on
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















