কলকাতা: ২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন বিপাশা বসু ও বাবা হয়েছেন অভিনেতা কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)। গত এপ্রিল মাসে এই সেলিব্রিটি কাপল প্রকাশ্য়ে এনেছিলেন তাঁদের ছোট্ট কন্য়া সন্তানের ছবি। আর এবার অভিনেত্রী প্রকাশ্য়ে আনলেন নতুন খবর। তিনি জানান, সন্তানপ্রসবের তিনদিনের মাথায় তিনি জানতে পারেন একরত্তির হৃদযন্ত্রে ২টি ছিদ্র ছিল। তিন মাসের মধ্য়েই ছোট্ট কন্য়া দেবী বসু সিং গ্রোভারের হার্ট সার্জারি করা হয়।



বিপাশা জানান, "আমাদের যাত্রা যে কোনও সাধারণ মা-বাবার থেকে অনেক আলাদা ছিল, আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে তার জন্য আমাকে অনেক কঠিন পথ পেরোতে হয়েছিল। আমি চাই না কোন মায়ের সঙ্গে এমন হোক। একজন 
মায়ের জন্য, যখন সন্তান জন্মানের পরই সে এই খবর জানতে তখন তাঁর কী অবস্থা হয় বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি ভেবেছিলাম, এই ঘটনা কখনও শেয়ার করব না। কিন্তু আমার ধারণা আমার এই যাত্রা অনেক মা'কে সাহস জোগাবে।"


আরও পড়ুন...


চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর করার জন্য ব্যবহার করুন হেয়ার সিরাম, কেমিক্যাল এড়াতে তৈরি করুন বাড়িতেই



নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথনে তিনি আরও বলেন, “আমরা ভিএসডি কী তাও বুঝতে পারিনি। এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট... আমরা একটা অসম্ভব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। আমরা আমাদের পরিবারের সঙ্গে এটি নিয়ে আলোচনা করিনি,কারণ আমরা দুজনেই কিছুটা বিভ্রান্তির মধ্য়ে ছিলাম। দেবী জন্মের প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের বলা হয়েছিল যে প্রতি মাসে, একটি স্ক্যান করতে হবে। কিন্তু দেবীর হৃদযন্ত্রে বড় গর্ত ছিল,আমাদের বলা হয়েছিল যে এটা সন্দেহজনক, তাই অস্ত্রোপচারের করতে হবে। আর অস্ত্রোপচার সবচেয়ে ভাল হয়, যখন শিশুর বয়স তিন মাস হয়।"


কান্নায় ভেঙে পড়ে বিপাশা জানান,"প্রথম মাসে কিছু হয়নি, দ্বিতীয় মাসেও নয়। আমার মনে আছে তৃতীয় মাসে, যখন আমরা স্ক্যান করতে গিয়েছিলাম, আমি মোটামুটি করেছিলাম সমস্ত গবেষণা করে নিয়েছিলাম, সার্জনদের সঙ্গে দেখা করেছিলাম, যত রকমভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব নিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে দেবী ঠিক হয়ে উঠবে। এখন ও সম্পূর্ণ সুস্থ। কিন্তু  সঠিক জায়গায় এবং সঠিক সময়ে অপারেশন করা কঠিন সিদ্ধান্ত নেওয়া সেইসময় বেশ কঠিন ছিল।"


'জিসম' অভিনেত্রী জানান, দেবীর  অস্ত্রোপচার চলেছিল প্রায় ছয় ঘণ্টা ধরে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial