কলকাতা: মুক্তির পর থেকেই এই গান সাড়া ফেলেছে। এই গানের প্রচার-পর্বও ছিল অভিনব। সিনেমায় এই গান ছিল কৌশানী চক্রবর্তীর (Kaushani Chakraborty)-র। ঝিমলির। তবে এখন এই গান সবার। 'বহুরূপী'-র 'ডাকাতিয়া বাঁশি' গানে রয়েছে একাধিক বিশেষত্ব। আর এবার, সেই মুকুটে জুড়ল আরও একটি পালক। শুধু এই গানটিই একটি নামী মোবাইল সংস্থা কিনে নিয়েছে ৫০ লাখ টাকায়। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে এই গানের মিউজিক অ্যালবামটি। জঙ্গলি মিউজিক সংস্থাটি এই ছবির মিউজিক অ্যালবামটি কিনে নিয়েছে।
পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) পরিচালিত ও অভিনীত ছবি 'বহুরূপী' (Bohurupi)। আর এই ছবিতেই ঝিমলির চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। তাঁরই একটি গান মুক্তি পেল বুধবার। এই গান ঝিমলির গান.. ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বসুর কথায়, শ্রেষ্ঠা দাসের কন্ঠে, ননীচোরা বাউলের কথায় ও কন্ঠে ও বনি চক্রবর্তীর পরিচালনায় ও কন্ঠে নতুন এই গানে যেমন রয়েছে ফোক গানের ছোঁয়া, তেমনই রয়েছে গ্রাম্য, বহুরূপীদের গানের পরিভাষা।
এই গানটি নিয়ে শিবপ্রসাদ বলছেন, 'শ্রেষ্ঠার গাওয়া এটি প্রথম গান। বনি চক্রবর্তীর এটাই প্রথম পরিচালনা। এই গানটি বিক্রি হয়ে গিয়েছে ৫০ লক্ষ টাকায়। এই গানে শোনা গিয়েছে ননীচোরা বাউলের গলাও। ও যদিও আগে গান গেয়েছে। আমরা ভীষণ খুশি এই গানে এমন সাফল্য পাওয়ায়। অন্যদিকে ২০১৩ সাল থেকে জঙ্গলি মিউজিকের সঙ্গে আমরা কাজ করছি। রঙ্গবতী বা টাপা টিনির মতো হিট গানও এসেছে এই সংস্থার হাত ধরেই। আমাদের এই ছবির গোটা অ্যালবামটাই জঙ্গলি মিউজিকের। আমরা 'বহুরূপী' আর 'আমার বস'-এর মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আশা করছি 'বহুরূপী'- র এই 'ডাকাতিয়া বাঁশি' গানটি দর্শকদের খুব পছন্দ হবে।'
বলা বাহুল্য, গানটি ইতিমধ্যেই ১ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছে ইউটিউবে।
আরও পড়ুন: Mithun Chakraborty: ছবি যদি কোনও বাস্তব বার্তা দিতে পারে, তবেই তাতে অভিনয় করি: মিঠুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।