কলকাতা: ৬০ বছর বয়েসে পৌঁছে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী (Bollywood Actor Ashsish Vidyarthi )। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বৃহস্পতিবার শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরালেন এই বর্ষীয়ান অভিনেতা। বিয়ের এই অনুষ্ঠানে পরিবার এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।


বলিউডের পাশাপাশি বাংলা ছবিতেও রয়েছে উপস্থিতি


১৯৬২ সালের ১৯ জুন দিল্লিতে জন্মেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। গোটা দেশে তার অভিনীত ছবির সংখ্যা খুব একটা কম নয়। হিন্দি ছাড়াও তাঁকে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ১৯৯১ সাল থেকে মুম্বইয়ের একের পর এক ছবিতে তিনি আলোড়ন তুলেছিলেন। এমনকি সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে সন্দীপ রায় পরিচালিত 'বোম্বাইয়ের বোম্বেটে' বাংলা ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।


খেতে ভালবাসেন খুবই বলিউডের এই জনপ্রিয় অভিনেতা


অভিনয়ের পাশাপাশি এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। খেতে ভালবাসেন খুবই। কবজি ডুবিয়ে বাঙালি খাবার হোক কিংবা অন্য কোনও রাজ্যের, চেটেপুছে খেয়ে প্রশংসায় মেতে ওঠেন আশিস বিদ্যার্থী। আর সেই ভিডিও আপলোড করে দেন সোশ্যালে। আর সেই ফুড ব্লগ, ভোজনরসিকরা তো বটেই, পাশাপাশি তাঁর অভিনয়ে মুগ্ধ অনুরাগীর দল তাঁকে অনুসরণ করে যান সর্বত্রই। 


 


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


কীভাবে পরিচয় তাঁর সঙ্গে ?


প্রসঙ্গত,  রূপালী বড়ুয়া মূলত অসমের মেয়ে। তবে কর্মসূত্রে কলকাতায়। এশহরে তাঁর একটি ফ্যাশন স্টোর রয়েছে। তিনি জানিয়েছেন অনেক আগে থেকেই তিনি আশিস বিদ্যার্থীকে চেনেন। সেই থেকেই তাঁর সঙ্গে বন্ধুত্ব শুরু। এরপরেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি আশিস জানিয়েছেন, জীবনের এই সময় পৌঁছে রূপালিকে পাশে পেয়ে তিনি অভিভূত। আনন্দের এই দিনটিকে স্মরণীয় করতেই বন্ধুদের এবং পরিবারকে সঙ্গে নেন তিনি। উল্লেখ্য, এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে সংসার করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই বর্ষীয়ান অভিনেতা। তবে ফের জীবনের নতুন ছন্দে, নতুন আঙ্গিকে এসে কীভাবে প্রেমে পড়লেন, বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সেটা নাকি এক লম্বা গল্প। ফ্রেম ছাড়িয়ে সেখানে প্রেমের নতুন দিগন্ত।