কলকাতা: বলিউডে ফ্লপ নায়কের সংখ্য়া কম নয়। তবে একাধিক ছবি সুপার ডুপার ফ্লপ হওয়ার পরেও অনেক তারকাই আছেনে, যাঁরা পৌঁছতে পেরেছেন সফলতার শীর্ষে। আজ কথা বলব এমন একজন অভিনেতাকে নিয়ে। ৩০ বছরের কেরিয়ারে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন এই তারকা। কিন্তু তার মধ্যে ৫৭টিরও বেশি ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্য়ে রয়েছে তাঁর সাম্প্রতিকতম ছবিও। কথা বলছি অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar)। 


বলিউডসূত্রে খবর অনুযায়ী,অক্ষয় কুমারের (Akshay Kumar)। ৫৭ ছবির খতিয়ান ১০০০ কোটি টাকারও বেশি। সাম্প্রতিকতম বছরে 'সম্রাট পৃথ্বীরাজ', 'রাম সেতু'র মত ছবি বক্সঅফিসে (Box Office) ব্য়র্থ হয়। দুটি ছবি যথাক্রমে ১৪০ কোটি ও ৭০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়। অক্ষয় কুমারের (Akshay Kumar) কেরিয়ারে অন্য়তম বড় ফ্লপ 'বচ্চন পান্ডে', 'রক্ষা বন্ধন', 'টাশান', 'রাউডি রাঠোর' এবং 'কমবক্ত ইশক'।


আরও পড়ুন...


Alzheimer's Disease:অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা


একাধিক ছবি ব্য়র্থ হলেও অক্ষয় কুমারের (Akshay Kumar) কেরিয়ারে হিট ছবির সংখ্য়াও প্রচুর। তালিকায় রয়েছে বেবি, হলিডে (Holiday), স্পেশাল ২৬ (Special 26)-এর মত একাধিক ছবি। হেরা ফেরি, ফির হেরা ফেরি, ভুলভুলাইলায় মত ছবিতে তাঁর অভিনয় কোনওদিন ভুলবে না দর্শক।


উল্লেখ্য়, দুবার জাতীয় পুরস্কার (National Award) ও দুবার ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ডে (Filmfare Award) সম্মানিত হয়েছেন বলিউডের এই অ্য়াকশান হিরো (Akshay Kumar)। তাঁর ঝুলিতে রয়েছে পদ্মশ্রী সম্মান (Padmashree) । বর্তমানে তিনি সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত হিরোদের মধ্য়ে অন্য়তম।


আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত বহু প্রতিক্ষীত ছবি 'ওহ মাই গড ২' (Oh My God2)। এই ছবিতে ভগবান শিবের অবতার হিসেবে দেখা যাবে তাঁকে (Akshay Kumar)। দর্শকের এই ছবি কেমন লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার। এই ছবিতে অক্ষয়ের (Akshay Kumar) পাশাপাশি অভিনয় করেছেন ইয়ামি গৌতম (Yami Gautam) ও পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) মত খ্য়াতনামা অভিনেেতারা।


আরও পড়ুন...


Breastfeeding Diet : পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial