এক্সপ্লোর
Advertisement
নয়া লুকে মেয়ে নাইসার ছবি শেয়ার কাজলের, নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগনের বলিউডে অভিষেক কি খুব শীঘ্রই হতে চলেছে? মেয়েকে বলিউডে লঞ্চের প্রস্তুতি কাজল শুরু করে দিয়েছেন বলে জল্পনা। নাইসাও এমনিতে টিনসেল টাউনে মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকেন।
মুম্বই: অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগনের বলিউডে অভিষেক কি খুব শীঘ্রই হতে চলেছে? মেয়েকে বলিউডে লঞ্চের প্রস্তুতি কাজল শুরু করে দিয়েছেন বলে জল্পনা। নাইসাও এমনিতে টিনসেল টাউনে মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকেন। কাজল মেয়ের ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই মেয়ে নাইসার ছবি শেয়ার করেন। আর সেগুলি অনুরাগী মহলের নজর কাড়ে। সম্প্রতি কাজল নাইসার একটি ছবি শেয়ার করেছেন, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এই ছবিতে নাইসাকে একেবারেই অন্য রূপে দেখা গিয়েছে। আর নাইসার এই লুক ফ্যানদের তারিফ আদায় করে নিয়েছে। ছবিতে নাইসার পরনে লেহেঙ্গা। আর বিশেষভাবে এই পোশাকের রং সবার নজর কেড়েছে। সোনালি রঙের এই পোশাকে নাইসাকে হাসিখুশি দেখিয়েছে। লেহেঙ্গার ডিজাইন ও এর ওপর হাল্কা এমব্রয়ডারি নাইসার সৌন্দর্যকে যেন আরও বিকশিত করে তুলেছে। ছবির ব্যাকগ্রাউন্ডও একেবারেই প্রাকৃতিক।
এই ছবি শেয়ার করার পরই অনুরাগীরা জমিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানান। দেদার লাইক পড়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement