নয়াদিল্লি: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vijay Varma)? সম্প্রতি এমনই জল্পনা উস্কে দিলেন 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2) অভিনেতাদ্বয়। সোশ্যাল মিডিয়ায় ঝড়। কবে বিয়ে সারছেন তাঁরা? (Tamannaah Vijay Marriage)


বিয়ের পিঁড়িতে কবে বসছেন তামান্না-বিজয়?


নিজেদের সম্পর্ক নিয়ে এখন বিশেষ রাখঢাক করেন না তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। বলিউডের চর্চিত জুটি নাকি শীঘ্রই সারতে চলেছেন বিয়েও? এই বছরের শুরুতেই 'লাস্ট স্টোরিজ ২' মুক্তির সঙ্গে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন এই জুটি। এবার শোনা যাচ্ছে নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছেন তাঁরা।


বলিউডের অন্যতম চর্চিত জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। সূত্রের খবর, তামান্না ও বিজয় 'গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে'। দক্ষিণের এক সংবাদ সংস্থা সূত্রে খবর, তামান্নার ওপর নাকি বাবা-মায়ের 'চাপ' রয়েছে বিয়ে করা নিয়ে। এও শোনা যাচ্ছে যে 'ভোলা শঙ্কর' ছবি ও 'জেলার' ছবির জনপ্রিয় 'কাভালা' গানের পর নতুন কোনও কাজের সইও করেননি অভিনেত্রী। 


এই বছরের জুন মাসে বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, বিয়ে তাঁর মতে 'বড় দায়িত্ব' এবং এই সম্পর্কে তখনই প্রবেশ করা উচিত যখন সেই মানুষটি নিজে পুরোপুরি নিশ্চিতভাবে তৈরি হয়। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন এবং ৩০ বছর পর্যন্ত বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এখন ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে তাঁর জীবনের ধারা অন্য পথে বইছে। তিনি বলেন, 'যখন আমি ৩০ পূর্ণ করলাম, আমি বুঝলাম যে আমার সবে জন্ম হয়েছে, পূনর্জন্মের মতো, একদম সদ্যোজাতের মতো মনে হয়েছিল।'


আরও পড়ুন: 'Apurva' Review: নাম ভূমিকায় নজর কাড়লেন তারা সুতারিয়া, একলা নারীর অপরিমেয় শক্তির গল্প বলে 'অপূর্বা'


'লাস্ট স্টোরিজ ২' ওয়েব সিরিজের সেট থেকেই তামান্না ও বিজয়ের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর যুগলে ছোট্ট ছুটি কাটিয়ে আসেন মলদ্বীপে, যা জল্পনা আরও দৃঢ় করে। পরে সাক্ষাৎকারে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নেন তাঁরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial