নয়াদিল্লি: ষষ্ঠ দিন পূর্ণ করল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। শুরুর দিকে ঝোড়ো ব্যাটিং করলেও সপ্তাহের মাঝে এসে খানিক স্তিমিত ছবির ব্যবসা। তবে দুই অঙ্কের সংখ্যাতেই হল ব্যবসা। পঞ্চম দিনে খানিক ব্যবসা কমলেও ষষ্ঠ দিনে (Box Office Collection Day 6) ১০.৫ কোটি টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'। 


কেমন ব্যবসা করল রণবীর-আলিয়ার নতুন ছবি?


সমস্ত ভাষায় দেশজুড়ে মোট ১০.৫ কোটি টাকার ব্যবসা করল অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ও আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি। 


এক ট্রেড অ্যানালিস্টের কথায়, শুক্রবার এই ছবি ৩৭.৫০ কোটির ব্যবসা করেছে, শনিবার ৪২.৫০ কোটি, রবিবার ৪৫ কোটির, সোমবার ১৬.৪০ কোটি টাকার, মঙ্গলবার ১২.৫০ কোটি টাকা, বুধবার ১০.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ এই ছবি এখনও পর্যন্ত মোট ১৬৪.৪০ কোটি টাকার ব্যবসা করেছে। মনে করা হচ্ছে, প্রথম সপ্তাহের শেষে ১৭৩ কোটি টাকার মতো ব্যবসা করতে পারে এই ছবি। 


 






ভারতীয় ইন্ডাস্ট্রির 'বিগ বাজেট' ছবিগুলির ছবিগুলির অন্যতম এই ছবি। খরচ পড়েছে মোট ৪০০ কোটি টাকা। তিন পর্বে তৈরি এই ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছে। পরবর্তী ছবির নামও ঘোষণা হয়ে গেছে। শোনা যাচ্ছে সেই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকে। কর্ণ জোহর এই ছবির সহ প্রযোজক। 


আরও পড়ুন: Falguni Pathak: নবরাত্রির আগে শ্রোতাদের নতুন গান উপহার ফাল্গুনী পাঠকের, মুক্তি পেল 'ভাসালড়ি'


অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৩৬ কোটি টাকার ব্যবসা করে। এই বছরের মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি লাভ করা ছবি এটি। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'ভুল ভুলাইয়া ২', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর এটি বক্স অফিসে দাগ কাটার মতো চতুর্থ ছবি।