কলকাতা: যে রাঁধে, সে চুলও বাঁধে। থুড়ি, যে অভিনয় করে, সে ক্রিকেটও খেলে। ব্যাট যখন থাকে ব্যোমকেশের হাতে, কেমন হয় সেই ম্যাচ? সেই ঝলকই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন পর্দার ব্যোমকেশ, দেব। বোলপুরে 'দুর্গরহস্য'-র শ্যুটিংয়ের ফাঁকে সেই ঝলকই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেতা।
মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বোলপুর এই ৩ জায়গায় শ্যুটিং চলেছে বিরসা দাশগুপ্তের নতুন ছবির। আর সেই ছবির শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলায় মজল টিম ব্যোমকেশ। ব্যাটিং করলেন দেব, উইকেট কিপিংয়ের দায়িত্বে রইলেন বিরসা। সোশ্যাল মিডিয়ায় দেবের এই ভিন্ন ভূমিকায় দেখে মজেছেন অনুরাগীরা।
রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এসেছিল অজিত আর ব্যোমকেশের রসায়নের ছবি। সেই সঙ্গে ছবি মুক্তির দিন জানালেন খোদ পর্দার ব্যোমকেশই। সব ঠিক থাকলে, চলতি বছরেই ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত এই ছবির।
আগে থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল, অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyy)-কে। সেই খবরে রবীন্দ্রজয়ন্তীতে শীলমোহর দিয়েছিলেন দেব স্বয়ং। রবীন্দ্র জয়ন্তীতে, ছবির সেট থেকে 'স্নিক পিক' তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে অম্বরীশকেই। পোস্ট শেয়ার করে দেব লিখেছেন, 'রবীন্দ্র জয়ন্তীর পুণ্যতিথিতে আপনাদের জন্য, আপনাদের প্রিয় ব্যোমকেশ আর অজিতের একটা ঝলক। সবকিছু ঠিক থাকলে, পরিকল্পনা মাফিক চললে, আশা করি চলতি বছরের ১১ অগাস্ট আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হবে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' গল্প অনুয়াযী তৈরি হচ্ছে বিরসার এই ছবি। ব্যোমকেশের চরিত্রে রয়েছেন দেব। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশকে। রুক্মিণীকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। নেতিবাচক ভূমিকায় দেখা যাবে সত্যমকে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ব্যোমকেশ।
আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষ হওয়ার ছবি পোস্ট করেছেন সত্যমও। আপ্লুত অভিনেতা লিখেছেন, এই আউটডোর শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা তিনি ভুলবেন না কখনও।
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা