এক্সপ্লোর
দেখুন! ‘ধক্কড়’ গানের আমিরী ভার্সন!

মুম্বই: ‘গুলাম’-এর ‘আতি ক্যয়া খান্ডালা’-র পর ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’। য়েদিনের যুবক আমির খান এখন মধ্যবয়সি। কিন্তু তাঁর ছবি ঘিরে আকর্ষণ একটুও তো কমেইনি, বরং বেড়েছে অনেক। তাই ‘আতি ক্যয়া খান্ডালা’-র পর আমির যেভাবে ‘ধক্কড়’ গেয়েছেন, তাতে এই গানের টিআরপি যে এক লাফে বেড়ে যাবে তা নিশ্চিত বলা যায়। গানের ফাঁকে ফাঁকে চলছে ‘ধক্কড়’ গার্লদের সঙ্গে কুস্তিগীরদের লড়াই। ৫১ বছরের আমির চোখে সুর্মা দিয়ে, র্যাপার
মেজাজে গান ধরেছেন। চলুন, দেখে নেওয়া যাক সেই ভিডিও
মেজাজে গান ধরেছেন। চলুন, দেখে নেওয়া যাক সেই ভিডিও বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন



















