কলকাতা: এই গল্প ফের এক বাঙালির বলিউড যাত্রার কথা বলছে। তিনি কৌশিক কর (Kaushik Kar)। ছবির নাম 'ছিপকলি' (Chipkali)। একটা মৃত্যু আর তাকে ঘিরে এক রহস্যকে কেন্দ্র করেই আবর্তিত হবে এই ছবির গল্প। এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন একজন লেখক। ছবিতে এই লেখক, অলোক চতুর্বেদীর ভূমিকায় দেখা যাবে বলিউডের পরিচিত অভিনেতা যশপাল শর্মাকে (Yashpal Sharma)।                                                                                                                                                                                   


গল্পে পেশায় এই অলোক লেখক হলেও, তাঁর একটি অন্য পেশাও রয়েছে। তিনি একজন প্রাইভেট ডিটেকটিভও। এহেন অলোকের স্ত্রী ও পুত্র খুন হয়। সেখান থেকেই গল্প মোড় নেয় অন্য পথে। গল্পের সূত্র ধরে আলাপ হয় যোগেশের সঙ্গে। গোটা গল্পে, অলোক দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখেন সবকিছু।                                                                                                                                               


আরও পড়ুন: Gaslight: হঠাৎ নিভল আলো, লিফটের ভিতর আটকে পড়লেন বিক্রান্ত, সারা, চিত্রাঙ্গদা, তারপর?


ছবির ভাষা হিন্দি হলেও বাংলার সঙ্গে এই ছবির যোগ রয়েছে অঙ্গাঙ্গিভাবে। ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। ছবিতে দেখা যাবে যশপাল শর্মা (Yashpal Sharma), যোগেশ ভরদ্বাজ (Yogesh Bhradwaj) ও তনিষ্ঠা বিশ্বাস (Tannistha Biswas)। প্রসঙ্গত, এর আগেও বাংলা ছবিতে অভিনয় করেছেন তনিষ্ঠা। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন তিনি। ছবির জন্য গান লিখেছেন সোহম মজুমজার।                                                                                                                       


'ছিপকলি' ছবির জন্য গান গেয়েছেন শান (Shaan), স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik), ও দেবযানী যোশী (Debanjali Joshi)। ছবির সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামেলেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় (Saurav Banerjee)। চলতি বছরের এপ্রিল মাসের শুরুতেই, অর্থাৎ ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।