কলকাতা: কলকাতা থেকে একটু দূরে মিস্টার অ্যান্ড মিসেস গোমসের তত্ত্বাবধানে থাকা একটি রিসর্ট 'লুপ' (The Loop)। আর এই রিসর্টকে ঘিরেই গড়ে ওঠে কাহিনি। এই রিসর্টে একদিন এসে ওঠে দুই দল অতিথি। সকলের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে সময় এগোতে থাকলে দেখা যায় কীভাবে একটা ছুটির দিন এই অতিথিদের একটা অভিশপ্ত রাত এনে দেয়, এই নিয়েই গড়ে উঠেছে আসন্ন নতুন বাংলা থ্রিলার 'দ্য লুপ'। অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের কাহিনি ও পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'দ্য লুপ'। আর এই ছবিতেই বহু যুগ পরে আবারও একসঙ্গে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) এবং ইন্দ্রাণী দত্তকে (Indrani Dutta)।


পরিচালকের কথায়, 'আসলে জীবনে আমরা অনেকসময়ই লুপ কথাটা ব্যবহার করি। এর মধ্যে একটা ফিরে আসার বিষয় রয়েছে। ছবির কাহিনিতে যে রিসর্টের কথা বলা আছে তার নামও লুপ। হয়ত এখানে যারা একবার আসে, তারা বারবার ফিরে আসে এখানে। ছবিটি আদপে একটি থ্রিলার হলেও, এর মধ্যে আরও অনেক উপাদান মিশে আছে।'


'দ্য লুপ' (The Loop) ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, বরুণ চন্দ, অপ্রতীম চট্টোপাধ্যায়, কেয়া চক্রবর্তী প্রমুখকে। ছবিতে সৌম্যর চরিত্রে অভিনয় করবেন ঈশান মজুমদার। আর এই সৌম্য প্রথমবার তাঁর জন্মদিন পালন করতে বন্ধুদের সঙ্গে কলকাতা থেকে দূরের সেই রিসর্টে যায় আর সেখানে গিয়েই তাঁদের প্রত্যেকের জীবন যেন বদলে যায়।


এর আগে বাংলায় বহু ব্লকবাস্টার ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল চিরঞ্জিৎ চক্রবর্তী এবং ইন্দ্রাণী দত্তকে। 'কেঁচো খুঁড়তে কেউটে', 'সেদিন চৈত্রমাস' ইত্যাদি ছবির পর ফের জুটি বাঁধবেন তাঁরা আর তাই নিয়ে অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত জানান, 'আবার চিরঞ্জিৎদার সঙ্গে কাজ করতে পারব। আমি খুবই উত্তেজিত। আমার চরিত্রটিও এখানে বেশ ইন্টারেস্টিং। আশা করি সকলের খুবই ভাল লাগবে।' এই ছবিতে রণজয় ভট্টাচার্যের আবহসঙ্গীত, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ঈপ্সিতা। পরিচালকের কথা থেকেই জানা যায় খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে। আশা করা যাচ্ছে ২০২৪ সালের মাঝামাঝি বড়পর্দায় মুক্তি পাবে 'দ্য লুপ' (The Loop)। 


আরও পড়ুন: Yuganayak Swami Vivekananda: ছোট্ট বিলে এবার নরেন্দ্রনাথ! নতুন মোড় নিল 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'র কাহিনি