কলকাতা: ৪৫ বছরে ১৬৫টি সিনেমায় ৫৩৭টা গানে ২৪ হাজার নাচের স্টেপ.. গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বেশি কাজ করা ফিল্মস্টার (most prolific film star) হিসেবে নাম তুললেন টলিউড অভিনেতা কে চিরঞ্জীবী (K. Chiranjeevi)। দক্ষিণী ইন্ডাস্টিতে চিরঞ্জীবীকে বলা হয় 'মেগাস্টার'। তাঁর অনুরাগীদের সংখ্যা অগণিত। তাঁরা ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্ব জুড়েই। আর এবার, তাঁর মুকুটে লাগল নতুন পালক।গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) নথিভূক্ত হল তাঁর নাম। আজ তাঁর হাতে এই শংসাপত্র তুলে দেন আমির খান (Amir Khan)। 


চলতি বছরের ২০ সেপ্টেম্বর এই পুরস্কারটি পেয়েছেন চিরঞ্জীবী। নিজের ৪৫ বছরের কেরিয়ারে ১৬৫টি সিনেমায় ৫৩৭টা গানে ২৪ হাজার নাচের স্টেপ করেছেন চিরঞ্জীবী। নিজের নাচের কেরিয়ারের স্মৃতির কথা বলতে গিয়ে চিরঞ্জীবী জানিয়েছেন, অভিনয়েরও আগে তিনি নাচ শুরু করেছিলেন। নাচ তাঁর ভীষণ প্রিয় বলেই জানিয়েছেন তিনি। চিরঞ্জীবী তাঁর অনুরাগীদের জানিয়েছেন, রেডিও সাইক্লোনে তেলুগু গান শুনে সেই গানের সঙ্গে নাচ করতেন তিনি। সেটাই তাঁর নাচের হাতেখড়ি। 


চিরঞ্জীবী বলছেন, 'আমি কখনও প্রত্যাশা করিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম থাকবে। আমার দীর্ঘ কেরিয়ারের মধ্যে নাচ সবসময়ে একটা অংশ হয়ে থেকে গিয়েছে।' চিরঞ্জীবী এই সম্মানের জন্য সমস্ত প্রযোজক, পরিচালক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, 'এই মানুষেরা না থাকলে আমি এত কাজ করার সুযোগ পেতাম না।' চিরঞ্জীবী আরও জানিয়েছেন কীভাবে বিভিন্ন পরিচালক প্রযোজকেরা বিভিন্ন সময়ে একটা সিনেমার মধ্যে গানকে গুরুত্ব দিয়েছেন এবং ছবি মুক্তির পরে দেখা গিয়েছে সেই গানই ছবিটির সাফল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।


চিরঞ্জীবী আমির খানকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁর আমন্ত্রণে আসার জন্য। তাঁর কথায় আমির খানের এই ব্যবহারে তিনি নাকি মুগ্ধ। চিরঞ্জীবীর গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রাখার প্রসঙ্গে আমির খান বলেছেন, 'যখনই শুনেছিলাম চিরঞ্জীবী এই সম্মান পাচ্ছে, আমার ভীষণ ভাল লেগেছিল। যদি কেউ ওর গানগুলো মন দিয়ে দেখেন , তাহলেই বুঝবেন প্রত্যেকটা গানে ও যেন জীবন দিয়ে নাচ করে। ওর দিক থেকে নজর সরে না। ওর মেধা দুর্দান্ত।' অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চিরঞ্জীবীকে শুভেচ্ছা জানিয়েছেন এই সম্মান পাওয়ার জন্য। 


 


আরও পড়ুন: Tollywood Update: 'বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে', হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফুঁসছে টলিউড


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।