এক্সপ্লোর
Advertisement
বাড়িতে পার্টির জন্য বন্ধুদের ডেকে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অভিনেত্রী ও তাঁর স্বামী কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু ওয়াচম্যান পুলিশ জানানোয় সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায়।
মুম্বই:করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে চলছে লকডাউন। সরকারের লকডাউন সংক্রান্ত নির্দেশিকা পালনের জন্য যখন সবাই গৃহবন্দি, তখন সংকটের এই সময়ে নিয়মকে বুড়ো আঙুল দেখালেন এক জনপ্রিয় অভিনেত্রী! বলিউড ও ছোট পর্দার সঙ্গে যুক্ত প্রবীণ অভিনেত্রী অনিতা রাজের বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। তাঁকে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের শো ছোটি সর্দারনি-তে দেখা গিয়েছে। তিনি তাঁর বন্ধুদের পার্টির জন্য বাড়িতে ডেকেছিলেন বলে অভিযোগ। বিষয়টি পুলিশের কাছেও পৌঁছে যায়।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অভিনেত্রী ও তাঁর স্বামী কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু ওয়াচম্যান পুলিশ জানানোয় সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায়।
প্রতিবেদন অনুসারে, অনিতা রাজ ও তাঁর স্বামী একসঙ্গে পানভোজনের জন্য কয়েকজন বন্ধুকে পালি হিলের বাড়িতে ডেকেছিলেন। কিন্তু বিষয়টি ওয়াচম্যানের নজরে পড়ে এবং তিনি দ্রুত পুলিশকে বিষয়টি জানান। এরপরই পুলিশ অনিতা রাজ ও তাঁর স্বামীকে ফোন করে। বিষয়টি তাঁদের একেবারেই মনঃপুত হয়নি। তাঁরা অভিযোগ করেন যে, ওয়াচম্যান মিথ্যে বলছেন।
সোস্যাইটির ওয়াচম্যানের সঙ্গে অনিতা ও তাঁর স্বামী সুনীল হিঙ্গোরানির বচসার ভিডিও-ও ওই সংবাদমাধ্যমের হাতে পৌঁছয়।
অনিতা ওই ট্যাবলয়েডকে বলেছেন, আমার স্বামী একজন চিকিত্সক। তাঁর এক বন্ধুর জরুরিকালীন চিকিত্সা সংক্রান্ত প্রয়োজনীয়তা দেখা দেয়। সেজন্য তিনি তাঁর স্ত্রীকে নিয়ে এসেছিলেন। এ ধরনের পরিস্থিতি মানবিক কারণেই আমার স্বামী এড়াতে পারেন না। মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ আসে। সবকিছু দেখার পর তাঁরা ক্ষমা চান।
প্রেম গীত (১৯৮১), জরা সি জিন্দেগি (১৯৮৩), জমিন আসমান (১৯৮৪)-এর মতো সিনেমায় উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছে ৫৭ বছরের অনিতাকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement