বালেশ্বর: ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় শোকস্তব্ধ সারা দেশ। শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের সেলেবরাও। এই ঘটনার পর সোশ্যালে প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, জয়া এহসান, অভিনেতা দেব, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত। যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তী ট্য়ুইট করে বলেছেন, 'এই দুর্ঘটনা হৃদয়বিদারক। প্রিয়জনদের যারা হারিয়েছেন, সেই সকল পরিবারের জন্য প্রার্থনা এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।'
অপরদিকে, ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন দেবও।হেল্পলাইন নাম্বার দিয়ে পেজ শেয়ার করেছেন অভিনেত্রী জয়া এহসান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেতা আল্লু অর্জুন।
শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী যশোবন্তপুর হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। রেল সূত্রে খবর, বাহানগা বাজারের কাছে ৫টি ট্র্যাকে ছিল ৪টি ট্রেন। প্রথম লাইনটি খালি ছিল। দ্বিতীয় লাইনে ছিল একটি মালগাড়ি। তৃতীয় লাইনে চলছিল করমণ্ডল এক্সপ্রেস। চতুর্থ লাইনে ছুটছিল হাওড়া-যশোবন্তপুর হামসফর এক্সপ্রেস আর ৫ নম্বর ট্র্যাকে ছিল দ্বিতীয় মালগাড়িটি।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
রেল ও স্থানীয় সূত্রে খবর, প্রথমে দ্বিতীয় লাইনে থাকা মালগাড়ির সঙ্গে তৃতীয় লাইনে থাকা করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। ট্রেনের পিছনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে চতুর্থ লাইনে আসা হামসফর এক্সপ্রেসে ধাক্কা মারে। তার ফলে হাওড়াগামী ওই ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। করমণ্ডলের বাকি কামরাগুলি লাইনচ্যুত হয়ে গিয়ে পড়ে পঞ্চম ট্র্যাকে। তার জেরে লাইনচ্যুত হয় ওই ট্র্যাকে থাকা মালগাড়ির ২টি কামরা।