এক্সপ্লোর
করোনা বিতর্কের আগেও একাধিকবার শিরোনামে এসেছেন বলি গায়িকা কণিকা কপূর! জানেন কেন?
1/5

করোনাভাইরাসে আক্রান্ত ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ সহ বিভিন্ন বলি হিট আইটেম গানের গায়িকা কণিকা কপূর। কয়েকদিন আগেই করোনা সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করার পরেই জানা যায় করোনা পসিটিভ লন্ডন ফেরৎ এই বলি গায়িকা। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, বিমানবন্দর থেকে শুরু করে বারবার পরীক্ষা করাতে অস্বীকার করেছেন কণিকা। এমন কি করেছেন পার্টিও। এই ঘটনায় গায়িকার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। গায়িকার এই আচরণ নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। গায়িকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট শেয়ার করেন কণিকা। তাঁতে তিনি ভক্তদের সেল্ফ আইসোলেশনের কথা বলেছেন ও কোনওপ্রকার লক্ষণ দেখলে পরীক্ষা করে নেওয়ার জন্যেও আবেদন করেছেন। ছবি- ইনস্টাগ্রাম
2/5

অনুষ্ঠানে অনুপস্থিত থাকা ও তারপর অনুষ্ঠানের জন্য নেওয়া পারিশ্রমিক ফেরত না দেওয়ায় কণিকার ম্যানেজার ও এক এজেন্টকে বুক করেছিল আলিগড় পুলিশ। ছবি- ইনস্টাগ্রাম
Published at : 24 Mar 2020 11:37 AM (IST)
View More






















