কলকাতা: 'যে রাঁধে সে চুল বাঁধে..', এই কথাটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় খুব। তবে, যে রাঁধে, সে ব্যবসা চালায়, সে আবার 'ডেড লিফট'-ও করে! সম্ভবত এই কথাটা বললেই সঠিকভাবে বিবরণ দেওয়া যায় সীমা দত্ত চট্টোপাধ্যায়ের। সদ্য 'দাদাগিরি'-তে এসে নজর কেড়েছেন তিনি। তবে কে এই গৃহবধূ? এমন কি বিশেষত্ব রয়েছে তাঁর কাজে যে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন, সীমা দত্ত চট্টোপাধ্যায়। তিনি দুর্গাপুরের মেয়ে। বিয়ে, সংসার সবকিছু সামলেও, নিয়মিত চর্চা করেন তিনি। 'দাদাগিরি'-র মঞ্চে, সৌরভের সামনেই 'ডেড লিফট' করে দেখান তিনি। ননস্টপ দিতে পারেন পুশ আপ। এ হেন সীমার পদক তালিকাও বেশ দীর্ঘ। ২০২২-তে এশিয়ান চ্যাম্পিয়ান হন তিনি। এর পরে, এশিয়া-প্যাসিফিক প্রতিযোগিতাতেও ৬টা সোনার পদক পান দুর্গাপুরের এই কন্যে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাওয়ারলিফটের কমনওয়েলথ প্রতিযোগিতায় সোনার পদক পান সীমা। 


এখানেই শেষ নয়, সীমা জানান, তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যখন কলেজে পড়তেন, সেই সময় থেকেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী। সীমার কথায়, 'মাঠ আমায় ভীষণ টানে। দাদা আমি জানি, তোমাকেও মাঠ ভীষণ টানে। নাহলে ইডেনের মতো একটা অত বড় মাঠে ২১ পাক দেওয়া সম্ভব নয়। কোনও মানুষ পারে না।'


সৌরভ গঙ্গোপাধ্যায় সীমার পাওয়া মেডেল ও সীমাকে সঙ্গে নিয়ে ছবি তুলতে চান। স্বভাবচিত প্রশংসা করেন দুর্গাপুরের এই সোনার মেয়ের। সংসার, ব্যবসা এবং তার সঙ্গেই নিজের প্যাশন- পাওয়ার লিফটিং। সবকিছুই সামলাচ্ছেন সীমা। দাদার মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় লাল প্রতিযোগী। সীমা এদিন মঞ্চে যে ডেড লিফটিং করেন, সবটাই শাড়ি পরে। সীমার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


 






আরও পড়ুন: Taapsee Pannu: লেহঙ্গার ট্রেন্ডে গা না ভাসিয়ে বেছেছিলেন সালোয়ার-কামিজ়, বিয়ের পোশাক গোপন রাখতে কী করেছিলেন তাপসী!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।