কলকাতা: 'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ (Dadasaheb Phalke Film Festival) পুরস্কৃত হল বাংলা ছবি 'মেসবাড়ি' (Mesbari)। স্বভাবতই আপ্লুত ছবির চিত্রনাট্যকার তথা পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত (Dipanwita Sengupta)। কী বলছেন পরিচালক? কী ধরনের গল্প বলে এই ছবি?
'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ পুরস্কৃত 'মেসবাড়ি'
'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ পুরস্কৃত হল 'মেসবাড়ি' ছবিটি। আপ্লুত ছবির চিত্রনাট্যকার তথা পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন খেয়ালি ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচি।
দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত এবং খেয়ালি ঘোষ দস্তিদার, দেবদূত ঘোষ, বিশ্বনাথ বসু অভিনীত ছবি 'মেসবাড়ি'র মুকুটে আরও এক নতুন পালক। সম্মানীয় দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল ছবিটি।
এই ছবির গল্প, চিত্রনাট্য,পরিচালনা ও গীতিকারের ভূমিকায় ছিলেন দীপান্বিতা নিজেই। ছবিটি বেশ কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। টলিউড ইন্ড্রাস্টি, দর্শক মহল ও নেটিজেনরা ছবিটির বিশেষ প্রশংসা করেন। পরিচালকের গল্প বিশ্লেষণ ও ছবিটির ডিটেলিং মনে দাগ কেটেছে সকলের। বিখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের কথায় 'গানটা চমৎকার, সবাই খুব ভাল অভিনয় করেছে। ভাবনাটাও ভাল লেগেছে আমার।' ১৪তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা মর্যাদাপূর্ণ উৎসবে 'মেসবাড়ি' সম্মানিত হওয়ার জন্য বেশ উচ্ছ্বসিত ছবির অভিনেতা থেকে পরিচালক, সকলেই।
ছবিটি এক মেসবাড়ির গল্প বলে। বর্তমান ইঁদুর দৌড়ের যুগে, আমরা সবাই যখন ছুটছি, তখন এক সম্পর্কের বুনোটের গল্প তুলে ধরেছে এই ছবি 'মেসবাড়ি'। পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত বলেন, 'এই পুরস্কারে সম্মানিত হওয়া আমাদের পুরো টিমের কাছে অনেক বড় পাওনা। ছবির প্রতিটি কলাকূশলী খুশি এই পুরস্কার পেয়ে। আশা করছি ছবিটা আরও দর্শকের মনে জায়গা করে নেবে।'
আরও পড়ুন: Ekta Kapoor: দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন প্রযোজক একতা কপূর?
অভিনেতা বিশ্বনাথ বসুর কথায়, 'এই ছবিতে পরিচালক দীপান্বিতা সেনগুপ্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। খুব ভাল একটা বিষয়ের উপরে সিনেমাটা বানানো হয়েছে। দারুণ সবার অভিনয়, খুব ভাল লাগছে এমন একটা প্রজেক্টের অংশ হতে পেরে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।