মুম্বই: অভিনেত্রীর বাইরে গিয়ে নতুন জার্নি শুরু হল আলিয়া ভট্টের (Alia Bhatt)। এতদিন তিনি বহু প্রযোজকের প্রযোজনা ছবি করে এসেছেন। এবার তিনি নিজে প্রযোজকের ভূমিকায়। আর তাঁর প্রথম প্রযোজিত ছবির টিজার প্রকাশ্যে এল। 'ডার্লিংস' (Darlings)। এই ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে।
'ডার্লিংস' ছবির টিজার-
এদিন নেট মাধ্যমে মুক্তি পেল 'ডার্লিংস' ছবির টিজার। আগামী ৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। যদিও ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। জানা গিয়েছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। এদিন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ডার্লিংস' ছবির টিজার শেয়ার করেছেন। মাত্র দেড় মিনিটের টিজারে ডার্ক কমেডি এই ছবির বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। তার সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে বেশ কিছু দিকের। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের পক্ষ থেকে 'ডার্লিংস' ছবির টিজার শেয়ার করে বলা হয়েছে, 'ব্যাং আর বিছে কি কখনও বন্ধু হতে পারে'? পাশাপাশি ছবির টিজারে ব্যাং ও বিছের গল্পও বলা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'ডার্লিংস' ছবির সত্ত্ব ইতিমধ্যেই নেটফ্লিক্স কিনে নিয়েছে ৭৫ কোটি টাকার বিনিময়ে। ছবির গানে সুর দিয়েছেন বিখ্যাত সুরকার বিশাল ভরদ্বাজ। এবং গানের কথা লিখেছেন গুলজার।
আরও পড়ুন - Prajapoti: এক ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তী, শুরু হল শ্যুটিং
প্রসঙ্গত, এই মুহূর্তে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, উভয়েরই মধ্যগগনে রয়েছেন আলিয়া ভট্ট। চলতি বছরই তিনি বিয়ে সেরেছেন রণবীর কপূরের সঙ্গে। সদ্যই নিজে সুখবরটা শেয়ার করে জানিয়েছেন যে, তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। চলতি বছর তাঁর একের পর এক ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। যা খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। অন্যদিকে, তাঁর অভিনীত 'আরআরআর' ছবিটিও দারুণ ব্যবসা করে। চলতি বছরই মুক্তি পাবে তাঁর এবং রণবীর কপূরের প্রথমবার পর্দায় জুটি বাঁধা ছবি 'ব্রহ্মাস্ত্র'। জানা গিয়েছে, সেপ্টেম্বরে মুক্তি পেতে পারে এই ছবি। এছাড়াও একাধিক ছবি রয়েছে তাঁর হাতে। বর্তমানে বিদেশে রয়েছেন তিনি হলিউড ছবিতে কাজের জন্য। আর অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজক হিসেবেও শুরুটা হয়ে গেল আলিয়া ভট্টের।