Prosenjit Chatterjee: এবার ছবি পরিচালনায় প্রসেনজিৎ?

Prosenjit Chatterjee: 'নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করার ভাষাই বদলে গিয়েছে। আমি 'জুবিলি' আর 'আয় খুকু আয়' তে দুজন নবীন অভিনেত্রীর সঙ্গে কাজ করলাম'

Continues below advertisement

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত 'আয় খুকু আয়' (Aye Khuku Aye) ছবিটি। তৈরি হয়ে পড়ে রয়েছে ঋদ্ধি সেন (Riddhi Sen) ও প্রসেনজিতের 'ডাক্তার কাকু' ছবিটিও। পুজোয় মুক্তি পাবে দেব (Dev) ও প্রসেনজিৎ অভিনীত কাছের মানুষ (Kacher Manush)। 

Continues below advertisement

আজ এবিপি আনন্দের স্টুডিওতে নতুন ছবি নিয়ে আড্ডা জমেছিল প্রসেনজিতের। দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে প্রসেনজিৎ বললেন, 'নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করার ভাষাই বদলে গিয়েছে। আমি 'জুবিলি' আর 'আয় খুকু আয়' তে দুজন নবীন অভিনেত্রীর সঙ্গে কাজ করলাম। এরা চরিত্র নিয়ে ভাবে, বারে বারে রিহার্সাল করে এমনকি কী করে সেই চরিত্রটাকে আরও বাস্তবসম্মত করে তোলা যায় সেটা নিয়ে ভাবে, আলোচনাও করে।'

এরপর হাসতে হাসতে প্রসেনজিৎ যোগ করেন, 'দিতিকে দিতিপ্রিয়া বলতে খুব সমস্যা হয় আমার। ও এতটাই ছোট.. আর ছবির জন্য ওকে বুড়ি বলার অভ্যাস হয়ে গিয়েছে। ওও আমায় বাবা বলে।'

ওয়েব দুনিয়ার মাধ্য়মে এখন পৃথিবীর যে কোনও জায়গায় বসে চাইলেই বাংলা ছবি দেখতে পান দর্শকেরা। বাংলা ছবির বাজার কী বেড়েছে? প্রসেনজিৎ বললেন, 'কেবল বাংলা ছবি কেন, হিন্দি, ইংরাজি সহ যে কোনও ভাষার ছবিই চাইলেই দেখতে পারছেন মানুষ। এতে ব্যাবসায়ীক ক্ষেত্রে আরও ছড়িয়েছে বাংলা সহ অন্যান্য ছবি।'

মুম্বই এবং কলকাতা দু জায়গাতেই সমানতালে কাজ করছেন প্রসেনজিৎ। কী পরিকল্পনা রয়েছে আগামীতে? অভিনেতা বললেন, 'হিন্দিকে বেশ কয়েকটি কাজের কথা হয়েছে। সেগুলো করার ইচ্ছা রয়েছে। আর বাংলা ছবি তো রয়েছেই। আরও একটা ইচ্ছা রয়েছে বটে। ২০২২ সাল না হলেও, ২০২৩ সালের মধ্যে একটা ছবি পরিচালনা করার ইচ্ছা রয়েছে।'

 

আরও পড়ুন- লাল হলুদে যেন বইয়ের মলাট, ফুটে উঠল ফেলুদার চরিত্রেরা

Continues below advertisement
Sponsored Links by Taboola