কলকাতা: তাঁর চোখে অনেক স্বপ্ন, রুপোলি পর্দা নিয়ে, টলিউড নিয়ে। দিল্লি থেকে অভিনয় শিক্ষা, চুটিয়ে থিয়েটার করা, সমস্ত অভিজ্ঞতাই তিনি এখন ঢেলে দিতে চান বাংলা ছবিতে। অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবেও? ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ 'জনি বনি'। সেই সিরিজ নিয়ে কথা বলতে গিয়েই নিজের কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা দেবাশিষ মণ্ডল (Debashis Mondal)।


এখনও পর্যন্ত দেবাশিসকে 'অ্যাংগ্রি ইয়ং ম্যান' হিসেবে দেখেছেন মানুষ। ব্যতিক্রম নয় 'জনি বনি' ও। কোন ধরণের চরিত্রকে এখনও ছোঁয়া হয়নি দেবাশিসের? অভিনেতা বলছেন, 'আমার কোনও শিল্পীর চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে খুব। কোনও লেখক, বা চিত্রশিল্পী বা মৃৎশিল্পী, যে কোনও রকম। আমার মনে হয়, আমি ওই মানসিকতাটা পর্দায় সুন্দর করে ফুটিয়ে তুলতে পারব। আর হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা প্রতিনিয়ত ভালো কিছু কাজ করে চলেছেন। কিন্তু নীরবে। কেউ গাছ লাগাচ্ছেন, কেউ জঞ্জাল সাফ করছেন কোনও একটি বিশেষ এলাকার সম্পূর্ণ নিজের উদ্যোগে। এমন মানুষের কাজ বেশিরভাগ সময়েই প্রচারের আলোতে আসে না। আমরা সেই সব মানুষের জীবনকে যদি পর্দায় তুলে ধরতে পারি তাহলে আরও অনেক মানুষ হয়তো ভালো কাজ করার প্রেরণা পাবেন।'


আরও পড়ুন: Debashsish Mondal Exclusive: কাচ ভেঙে হাতে পাঁচটা সেলাই, 'জনি বনি'-র শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল দেবাশিসকে


শুধু শিল্পী নয়, দেবাশিসের পর্দায় তুলে ধরার ইচ্ছা রয়েছে বাংলার খেলাধূলাকেও। অভিনেতা বলছেন, 'বাংলায় খেলার জগতের অনেক গুণী মানুষ রয়েছেন। ক্রিকেট (Cricket), ফুটবল (Football).. বিভিন্ন ক্ষেত্রের। তাঁরা সবাই হয়ত জাতীয়স্তরে খ্যাতি পাননি কিন্তু তাঁদের লড়াইয়ের গল্প অনেককে উদ্বুদ্ধ করতে পারে। বাংলা ছবিতে খেলার জগত নিয়ে কাজ খুব কম হয়েছে। খেলার সঙ্গে যুক্ত কোনও চরিত্র পেতে আমি অভিনয় করতে চাই।'


এই পরিকল্পনা কী শুধুই একজন অভিনেতার নাকি দেবাশিসের ভিতরে থাকা পরিচালক সত্তারও? হেসে ফেলে অভিনেতা বললেন, 'আমি স্বল্পদৈর্ঘ্যের দুটি ছবি পরিচালনা করেছি। পরিচালনা আমার অন্যতম প্রিয় কাজ। খুব ইচ্ছা আছে একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করার। তার জন্য একটা ভালো টিম চাই। পরিকল্পনা চলছে, কাজও চলছে। তবে আপাতত পর পর অভিনয়, যে পরিচালনার দিকে মন দেওয়ার খুব একটা সময় পাচ্ছি না। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে ছবি পরিচালনায় হাত দেব আর এই সব বিষয়গুলো নিয়েই ভাবব।'