Deepika Padukone Update: ছোটবেলা থেকে আজকের দীপিকা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট অভিনেত্রীর
কমেডিয়ান-মিউজিশিয়ান 'বো ব্রানহাম'-র গানে ছবিগুলো বসিয়েছেন দীপিকা। যেখানে তাঁর ছোটবেলার ছবিগুলোর মাঝে রয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের স্মরণীয় মুহূর্তগুলো।
মুম্বই : সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড 'জেফ্রে বিজোস' চ্যালেঞ্জ (Jeffrey Bezos)। বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই চ্য়ালেঞ্জ নিয়েই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। ইতিমধ্যেই ভাইরাল বলিউডের 'পদ্মাবত'-এর সেই ভিডিও। এই ভিডিওটা একটা কোলাজ দীপিকা পাডুকোনের ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত। সঙ্গে স্মরণীয় সব দিনের নানা মুহূর্তের ছবি। কমেডিয়ান-মিউজিশিয়ান 'বো ব্রানহাম'-র গানে ছবিগুলো বসিয়েছেন দীপিকা। যেখানে তাঁর ছোটবেলার ছবিগুলোর মাঝে রয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের স্মরণীয় মুহূর্তগুলো।
দীপিকা পাডুকোনের শেয়ার করা ইনস্টাগ্রাম রিলে প্রথমেই দেখা যাচ্ছে একেবারে শিশু বয়সের অভিনেত্রীকে। এরপর ছোটবেলার বেশ কয়েকটি ছবির কোলাজ করা রয়েছে ভিডিওটিতে। একটিতে দেখা যাচ্ছে বাবা প্রকাশ পাডুকোন, মা উজ্জ্বলা পাডুকোন এবং বোন অনিশা পাডুকোনের সঙ্গে। পুরো ভিডিওতে দেখানো হয়েছে ছোট্ট দীপিকা পাডুকোন থেকে আজকের একাধিক ব্র্যান্ডের মুখ হয়ে ওঠা দীপিকা কিংবা কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটে যাওয়া দীপিকাকে।
প্রায়শই নিজের ইনস্টাগ্রামে ছোট্ট রিল পোস্ট করেন দীপিকা পাডুকোন। কখনও তিনি নিজের রোজকার রুটিনকে ভিডিও করে পোস্ট করেন। কখনও বা তিনি তাঁর অনুরাগীদের নিয়ে চলে যান তাঁর বিভিন্ন ছবির সেটে। সম্প্রতি নিজের স্কুল জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভিডিওরূপে পোস্ট করেছিলেন 'পদ্মাবত' নায়িকা। সেখানে তিনি তাঁর ছোটবেলার বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, 'ভালো ছাত্রীও ছিলাম।' নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন দীপিকা পাডুকোনের ওই ভিডিওতে। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর হাতে রয়েছে একঝাঁক ছবি। 'বৈজু বাওরা' থেকে 'এইট্টি থ্রি, 'ফাইটার' কিংবা 'পাঠান'-র মতো ছবি রয়েছে তাঁর হাতে। 'কে'-তেও অভিনয় করছেন দীপিকা। ২০১৫-তে মুক্তি পাওয়া পরিচালক ন্যান্সি মেয়ার্সের জনপ্রিয় হলিউড ছবি 'দ্য ইনটার্ন'-র অনুকরণে তৈরি হচ্ছে 'কে' ছবিটি। যেখানে 'পিকু'-র মতোই দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)।