কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, দুই থেকে ৩ হতে চলেছেন তাঁরা। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। আর রাত পোহালেই গণেশ চতুর্থী। মুম্বইতে ভীষণ ধুমধাম করে পালন হয় এই উৎসব। তার আগের দিন, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপভীর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল দীপিকার সঙ্গে রণবীরের সেই ছবি ও ভিডিও। 


সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রণবীর ও দীপিকার কোল আলো করে আসার কথা তাঁদের প্রথম সন্তানের। অপেক্ষার প্রহর গুনছেন রণবীর ও দীপিকা। আজ, হাতে হাত রেখে সিদ্ধিবিনায়ক মন্দিরে আসেন দীপিকা ও রণবীর। দুজনেই খালি পায়ে প্রবেশ করেন মন্দিরে। দীপিকা পরেছিলেন একটি সবুজ বেনারসি শাড়ি। স্পষ্ট ছিল তাঁর বেবিবাম্প। খুব সাবধানেই হাঁটাচলা করছিলেন তিনি। আর তাঁকে গোটা সময়টাই আগলে রেখেছিলেন রণবীর। অভিনেতাও এদিন পরেছিলেন সাদা কুর্তা ও পাজামা। একেবারে পুরাতনী সাজে, হাতে হাত রেখে তাঁদের সেই মন্দিরে যাওয়ার ভিডিও এখন কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সাদা কালো প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছিলেন দীপিকা ও রণবীর। বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনছেন না বলে প্রথমে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা। মাতৃত্বকালীন অবস্থাতেই তিনি শ্যুটিং জারি রেখেছিলেন, সেই নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। প্রথম দীপিকার বেবিবাম্প প্রকাশ্যে আসে নির্বাচনের দিন। ঢিলে পোশাকের ওপর দিয়েই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল দীপিকার বেবিবাম্প। সেইদিনই আর সন্দেহ থাকে না যে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা নিজেই। মাঝে যা বলা হচ্ছিল যে সারোগেসি পদ্ধতির মাধ্যমে তাঁর সন্তান পৃথিবীতে আসবে, খারিজ হয়ে যায় সেই জল্পনাও। এরপরে অবশ্য একাধিক বারই বেবিবাম্প নিয়েই প্রকাশ্যে এসেছেন দীপিকা। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহেও তিনি গিয়েছিলেন বেবিবাম্প নিয়েই।


 






আরও পড়ুন: Swastika Mukherjee: হাওয়াই চটির পুরনো পোস্ট নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ, কোন দলের 'সমর্থক' তিনি, স্পষ্ট করলেন নায়িকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।