এক্সপ্লোর
Advertisement
সেকী! প্রিয়ঙ্কা-নিকের এনগেজমেন্ট পার্টিতে আমন্ত্রিত ছিলেন না দীপিকা পাড়ুকোন?
মুম্বই: শনিবার সারাদিন টিনসেল টাউনের অলিগলি থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম দেখেছে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাসের বাগদান অনুষ্ঠানের নানা ঝলক। রাতে ছিল তাঁদের এনগেজমেন্ট পার্টি। সেখানেও বসেছে চাঁদের হাট। শিল্পপতি থেকে শুরু করে বলিউডের সমস্ত ভিভিআইপিরাই উপস্থিত ছিলেন ওই পার্টিতে। পার্টিতে হাজির ছিলেন আলিয়া ভট্ট, পরিণীতি চোপড়া, সঞ্জয় লীলা বনশালী থেকে শুরু করে নীতা অম্বানি এবং তাঁর কন্যাও। শুধু নজরে আসেননি দীপিকা পাড়ুকোন। তবে পার্টিতে উপস্থিথ থাকতে না পারলেও, প্রিয়ঙ্কাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পিগি চোপসের ‘দিল ধড়ক নে দো’-র সহঅভিনেতা রণবীর সিংহ।
তবে দীপিকার অনুস্থিতি সম্পর্কে কান পাতলে বলির অন্দরে অন্য কথা শোনা গিয়েছে। সেটা হল দীপিকাকে নাকি নিজের এনগেজমেন্ট পার্টিতে আমন্ত্রণই করেননি প্রিয়ঙ্কা।
যদিও সকলে প্রিয়ঙ্কা-দীপিকার মধ্যে সুসম্পর্ক আছে বলেই জানেন। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র রণবীরকে আমন্ত্রণ জানানোয় অনেকেরই কপাল কুঁচকেছে। ইন্ডাস্ট্রিতে দুজনের সম্পর্ক ভাল হয়েও, কেন প্রিয়ঙ্কা দীপিকাকে আমন্ত্রিত অতিথি তালিকার বাইরে রাখলেন, সেটা বোঝা গেল না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement