মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। গণেশ চতুর্থীর দিনেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা। রবিবারই প্রথম সন্তানের খবর জানালেন দীপিকা-রণবীর (Ranveer Singh)।                           


যদিও দীপিকা কিংবা রণবীর সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ্যে জানাননি।




শনিবার গণেশ চতুর্থীর দিনেই মুম্বইয়ের এইচ. এন. রিলায়েন্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছিল শনিবার বিকেল ৫টা নাগাদ দীপিকা পাড়ুকোনের গাড়ি পৌঁছয় রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালের সামনে। সঙ্গে ছিলেন নায়িকার মা। 


এর আগে শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। পরনে ছিল সবুজ শাড়ি, চুলে টেনে খোঁপা, টিপ-সিঁদুরে নজর কাড়েন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আশীর্বাদ নিতে পৌঁছে যান তাঁরা। দেখা যায় দীপিকার হাতটি শক্ত করে ধরে রয়েছেন রণবীর।                         


কিছুদিন আগে মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দিয়েছিলেন দীপিকা। সেই ছবি ভাইরালও হয়েছিল সোশাল মিডিয়ায়। 'সিঙ্ঘম' ছবির শ্যুটিংয়ের সময়ই প্রথমবার মা হওয়ার খবরের ছবিটি সামনে আসে। পুলিশের পোশাক পরে ছিলেন না দীপিকা। এতে অনেকের সন্দেহ হয়, তিনি আদৌ অন্তঃসত্ত্বা কি না। মা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর থেকেই, বারে বারে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা।      


এর আগে একবার রণবীর সিং বলেছিলেন, যে কোনও পদ্ধতিতেই তাঁদের সন্তান পৃথিবীতে আসুক না কেন, পুত্র বা কন্যা যাই হোক না কেন, তাঁরা তাঁকে আপন করেই নেবেন। রণবীরের এই কথার পর অনেকেই মনে করেছিলেন তবে সারোগেসি পদ্ধতির মাধ্যমেই হয়তো পৃথিবীতে সন্তান আনছেন দীপিকা। 


আরও পড়ুন, মা হওয়ার আগেই কেন বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল দীপিকাকে?


অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন দীপিকা ও রণবীর। সেখানেও কোনও পোশাকেই স্পষ্ট ছিল না দীপিকার বেবি বাম্প। এমনকী মঞ্চে উঠে নাচও করতে দেখা যায় দীপিকাকে।  তবে কিছুদিন আগে প্রেগন্যান্সির ছবি পোস্ট করে সেই জল্পনায় জল ঢালেন অভিনেত্রী। সেপ্টেম্বরের শেষেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের কোল আলো করে আসার কথা তাঁদের প্রথম সন্তানের, জানান হয়েছিল সে খবর।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে