নয়াদিল্লি: প্রকাশ্যে ভালবাসার কথা জানাতে কখনও পিছপা হন না বলিউড তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone)। যার ফলে তাঁদের দিকে সবসময় নজরও থাকে অনুরাগীদের। গতকাল মুম্বইয়ে '৮৩' (83) ছবির বিশেষ প্রিমিয়ারে বলিউডের এই লাভবার্ডসকে একসঙ্গে দেখা যায়। প্রসঙ্গত এই ছবিতে দুই তারকাই অভিনয় করেছেন। 


কবীর খানের ক্রিকেট ড্রামা '৮৩'-এর বিশেষ স্ক্রিনিং হল মুম্বইয়ে। বলিউডের শো-স্টপার তারকারা এদিন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সঙ্গে বিশেষভাবে উদযাপন করেন। এদিনও ক্যামেরার ঝলক বেশি পড়ে বলিউডের পাওয়ার কাপলের ওপর। এদিন গাঢ় সবুজ রঙের গাউনে (floor-sweeping midnight-green ensemble) নজরকাড়া লাগছিল অভিনেত্রীকে। ইভেন্টের পর দীপিকা ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পোশাকের সঙ্গে মানানসই নেকলেস পরেছিলেন, সঙ্গে চোখে গাঢ় মেকআপ। সেই পোস্টেও 'পিডিএ' করার সুযোগ ছাড়েননি রণবীর সিংহ। 


ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি একসঙ্গে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি কেবল লেখেন, 'দিস ইস ৮৩'। কিন্তু স্ত্রীয়ের গ্ল্যামারাস সাজ দেখে নিজেকে আটকাতে পারেননি রণবীর। কমেন্ট করেই ফেললেন। অভিভূত স্বামী লিখলেন, 'উফ'। আদরের দীপিকার ছবি দেখে বিগলিত রণবীর।


 






১৯৮৩ সালের ভারতের ক্রিকেটে বিশ্বকাপ জয়ের ইতিহাসকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে '৮৩' ছবিতে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয় করবেন রণবীর সিংহ। পর্দায় কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। 


আরও পড়ুন: Sonu Sood New Movie: নতুন বছরে নয়া অবতারে সোনু সুদ, আসছে অ্যাকশন থ্রিলার 'ফতেহ'