মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান: তেইশে 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ'-ছবিতে যশবন্ত সিং গিলের ভূমিকায়, রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের ত্রাতা হয়ে ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার। আর এবার চব্বিশে খাদানে নামবেন বাংলার সুপারস্টার দেব। তাঁর আগামী ছবি খাদানের শ্যুটিং শুরুর আগে,  পুরো টিমের পাণ্ডবেশ্বরে রেকি করতে গেলেন অভিনেতা।দেবের পরবর্তী ছবি খাদানের শ্যুটিংয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।

Continues below advertisement

পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব

মঙ্গলবার পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব। খনি এলাকায় ঘুরে ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবের এই সফর ঘিরে কোলিয়ারীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ছিল পুলিশি প্রহরা। দুুপুর ১২টা নাগাদ শোনপুর বাজারি কোলিয়ারীতে পৌঁছন তিনি। খাদানের রেকি শেষ করে ফিরে যান দেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খাদানের ফার্স্টলুক মোশন পোস্টার। দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি পরিচালনা করছেন সুজিত দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়।

Continues below advertisement

কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের ত্রাতা হয়ে ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের সুপারস্টার

অপরদিকে, বছরটা ছিল ১৯৮৯। রাজ্যের বুকে নেমে আসা একটা ভয়াবহ রাত। পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়েছিল বহু মানুষ। সেদিনের সেই ভয়াবহ ঘটনার মাঝেই ত্রাতা হয়ে এসেছিলেন যশবন্ত সিং গিল (Yashwant Singh Gill)। যিনি সেই রাতে আটকে থাকা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। আর সেই যশবন্ত সিং গিলের ভূমিকাতেই 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ' ছবিতে, অভিনয় করেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার (Akshay Kumar)।

আরও পড়ুন, অযোধ্যায় ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা, আমন্ত্রণপত্র পেলেন বিরুষ্কা

১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে ঠিক কী হয়েছিল ?

১৯৩৭ সালের ২২ নভেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন যশবন্ত সিং গিল। অমৃতসরের বিখ্যাত খালস কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেবার বহুমানুষ বাংলার এই কয়লা খনিতে আটকে পড়ে গিয়েছিলেন। সিনিয়র অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই বিপদের সময় যশবন্ত সিং গিল। অনেকেই তাঁকে ভিতরে যেতে বারণ করেছিলেন। কিন্তু তারপরেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়লাখনিতে আটকে পড়ে থাকা মানুষদের উদ্ধার করেছিলেন। আর সেই ঘটনা থেকেই এই ছবি তৈরি হয়েছিল।