কলকাতা: ২৫ ডিসেম্বর, দেবের জন্মদিন। এই বিশেষ দিনের শুরু থেকেই টলিউডের বহু মানুষ, অভিনেতা-অভিনেত্রীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে দেবের টাইমলাইন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর সাম্প্রতিকতম ছবি 'প্রধান'। বাংলা জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে হইহই করে চলছে প্রধান আর এবার নিজের জন্মদিনের আবহে দেব জানালেন তাঁর পরের ছবির কথা। এদিন সমাজমাধ্যমে তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পেজ থেকে প্রকাশ্যে এল দেবের পরবর্তী ছবির পোস্টার।


দেবের এই নতুন ছবি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। বলাই বাহুল্য, সৃজিতের সঙ্গে এটাই দেবের প্রথম কাজ হতে চলেছে। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকার' ছবিতে প্রথম অভিনয় করেন দেব। তারপর আর সেভাবে সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। পরপর বেশ কিছু ভাল ছবিতে অভিনয় করেছেন দেব, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে। সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'। এদিন সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...'।



পোস্টার দেখে আপাতভাবে মনে হয় এই ছবি কোনও বাবা-মেয়ের গল্প বলতে চলেছে। তবে এই ছবিতে দেব কোন ভূমিকায় ধরা দেবেন তা নিয়ে এখনই কিছু স্পষ্ট জানা যায়নি। এই ছবিতে দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রকে দেখা যাবে। বিগত কয়েক বছরে বাংলা ছবির জগতে অন্যতম হিট জুটি দেব-রুক্মিণী। এই জুটিকে ফের পর্দায় ফিরিয়ে আনছেন সৃজিত। এছাড়াও এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। অনেকদিন পর সৃজিতের ছবিতে স্বস্তিকাকে দেখবেন দর্শকরা।


তাসের খেলায় অতি গুরুত্বপূর্ণ ‘টেক্কা’কে হাতে রাখা। সাহেব, বিবি, গোলাম সামনে থাকলেও আস্তিনে যদি 'টেক্কা' লুকানো না থাকে, তবে বাজিমাত অসম্ভব ! ‘টেক্কা রহস্য' এই ছবির পোস্টার দেখে বোঝা কঠিন। তবে গল্পের কেন্দ্রে কি থাকবে একটি বাচ্চা মেয়ে ? পোস্টারে দেখা যায় সেই বাচ্চা মেয়েটির মাথায় বন্দুক ধরে আছে এক দুষ্কৃতী। সেই বন্দুকবাজই কি দেব ? নাকি অন্য কেউ ? দেব এই মেয়েটির রক্ষাকর্তা ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে অনেকটাই। আগামী বছর পুজোয় মুক্তি পাবে এই ছবি। ততদিন দর্শকমনে পাকুক রহস্যের জট।


আরও পড়ুন: Happy Birthday Dev: 'চ্যালেঞ্জ' থেকে 'পাগলু', জন্মদিনে ফিরে দেখা দেবের জনপ্রিয় কিছু সিনেমা