কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। শুক্রবার ঠিক বিকেল ৫টায় প্রকাশ্যে এল বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত দেব (Dev) ও রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh o Durgo Rahosyo) ছবির টিজার (Teaser Out)। এর আগে দেখা গিয়েছিল ছবির প্রি-টিজার। ইউটিউবে ঘণ্টা দুয়েকে টিজারের ভিউজ ছাড়িয়েছে ২৭ হাজার। কী বলছেন নেটিজেনরা?


প্রকাশ্যে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির টিজার


'আপনি ব্যোমকেশ বাবু না?' প্রশ্নের উত্তরে পর্দার ব্যোমকেশ বলছেন, 'আমি নেতাও নই, অভিনেতাও নই, চিনলেন কী করে?' রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্পের টিজার এল প্রকাশ্যে। শ্যাম সুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস' প্রযোজিত, বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি তৈরি হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে।


অভিনয়ে রয়েছেন এক ঝাঁক চেনা মুখ। দেব, রুক্মিণী মৈত্র ছাড়াও রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য এবং আরও অনেকে। ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছেন দুর্গের রহস্য সমাধানে। গতকাল থেকে ছবির একাধিক স্টিল ছবির সঙ্গে আজ টিজার প্রকাশের কথা ঘোষণা করা হয়। 


 



এদিন ফেসবুক লাইভে এসে দেব বলেন, 'এই ব্যোমকেশ বাকি ছবিগুলির মতো যেন না হয় সেটা চেয়েছিলাম। এমনভাবে ছবিটা হোক চেয়েছিলাম যা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পৌঁছনো যাবে। সেটা করার জন্য বিরসাকে ধন্যবাদ। পুরো টিমকে ধন্যবাদ এত সুন্দর করে ওই সময়কালটাকে তৈরি করার জন্য।' একইসঙ্গে তিনি জানান, 'নিজেকে ব্যোমকেশের খোলসে ঢুকিয়ে ফেলা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া শুধু আমার জন্য নয়, গোটা টিমের জন্য কঠিন ছিল যে আবহাওয়ায় আমরা শ্যুট করেছি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড বা বোলপুর, আমাদের ছবির সিংহভাগই আউটডোরে শ্যুট হয়েছে। ছবির প্রধান যে চরিত্র দুর্গ, ৪০০টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হত। সেইখানে ৪৫ ড্রিগ্রি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে আমাদের লাইটিং টিম, আর্ট ডিপার্টমেন্ট বা স্পটবয়রা যেভাবে পরিশ্রম করেছেন, তাঁদের কাছে আমার কষ্ট কিছুই না।'


আরও পড়ুন: Jisshu-Srijit: যীশু-সৃজিতের 'জাম-তারা' যুগলবন্দি, 'কিসিকে ধুন মে..' মজলেন অভিনেতা-পরিচালক


প্রসঙ্গত, এই টিজার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দর্শক। সকলেই প্রশংসায় ভরিয়েছেন 'ব্যোমকেশ'রূপী দেবকে। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগাস্ট। ছবিতে ব্যোমকেশ হিসেবে কতটা মন কাড়তে পারলেন দেব, তা সময় বলবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial