Yuzvendra and Dhanashree: 'বি ইয়োর ওন সুগার ড্যাডি', যুজবেন্দ্রর টি শার্টে লেখা সেই বার্তা নিয়ে এবার বিস্ফোরক প্রাক্তন স্ত্রী ধনশ্রী
Dhanashree Verma and Yuzvendra Chahal: চাহালের এই বিশেষ টি শার্টের কারণেই ধনশ্রীকে অনলাইন ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল এমনটাই দাবি ধনশ্রীর

কলকাতা: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) আর ধনশ্রী বর্মা (Dhanashree Verma)-র বিচ্ছেদ বর্তমানের সবচেয়ে চর্চিত বিচ্ছেদের ঘটনাগুলির মধ্য়ে অন্যতম। তাঁদের মধ্যে যে ঠিক কী সমস্যা হয়েছে, তা এখনও অজানা। তাঁদের আইনত বিচ্ছেদের মামলা চলেছে আদালতে। আর আদালতে মামলার শুনানিতে উপস্থিত হতে গিয়ে একের পর এক বিশেষ পোশাক নির্বাচন করেছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর টি শার্টে লেখা, "বি ইয়োর ওন সুগার ড্যাডি"। চাহালের টি-শার্টের এই বার্তাটি সবচেয়ে বেশি নজর কেড়েছে অনুরাগীদের। অনুরাগীরা মনে করে নিয়েছেন, এই বার্তা বোধহয় ধনশ্রীকেই উদ্দেশ্য করেই দেওয়া। আর এবার, এই ঘটনায় মুখ খুললেন ধনশ্রী। ক্ষোভ উগরে দিয়ে ধনশ্রী জানালেন, তাঁর প্রাক্তন স্বামী কেন এই ধরণের টি শার্ট পরলেন? তিনি তো তাঁর সঙ্গে সরাসরি কথা বললেও পারতেন।
চাহালের এই বিশেষ টি শার্টের কারণেই ধনশ্রীকে অনলাইন ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল এমনটাই দাবি ধনশ্রীর। নেটিজেনরা তাঁকে চাহালের থেকে আলাদা হওয়ার জন্য দোষারোপ করেন এবং অনেকে তাঁকে "গোল্ড ডিগার" পর্যন্ত বলেছিলেন। এরপরে ধনশ্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন। ধনশ্রী আরও বলেছেন, তিনি মানসিকভাবে বিচ্ছেদের জন্য নিজেকে তৈরি করেছিলেন। কিন্তু আদালতে তিনি নিজেকে সামলাতে পারেননি। ধনশ্রী বলছেন, 'মাত্র পাঁচ বছরেই আমাদের বিয়ে ভেঙে গেল। কিছুতেই যেন মানতে পারছিলাম না। রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি। আদালতেই চিৎকার করে উঠি।' সেদিন নাকি যুজবেন্দ্র বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আদালত ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, ধনশ্রী আফশোস করে বলেছেন, যুজবেন্দ্র ও টি শার্ট না পরলেও, সবাই ধনশ্রীর ওপরেই দোষ চাপাতেন। কারণ, বিচ্ছেদের সময় মেয়েরাই সবসময় দায়ী হয়।
ধনশ্রী বলছেন, 'আমি বুঝতে পেরেছি, বিয়েটা ২ তরফকেই টিঁকিয়ে রাখতে হয়। বিয়ে ভালবাসা নিয়ে আসে এই কথা সত্যি, কিন্তু বিয়ে যখন ভাঙে, তখন পড়ে থাকে কেবল অবিশ্বাস। আমার বিয়ে ভাঙার দিনটা আমার কাছে, আমার পরিবারের কাছে ভীষণ কষ্টের ছিল। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম।'
View this post on Instagram























