কলকাতা: পূর্বের সঙ্গে দক্ষিণের মিলন। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই এখন দক্ষিণের ছবিতে কাজ করছেন। এমনকী দক্ষিণী তারকারাও কলকাতা ঘুরে যাচ্ছেন ছবির প্রচারে। আর তার মাঝেই লন্ডন (London) যাওয়ার পথে প্লেনে বাংলা ছবির কিংবদন্তি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সঙ্গে দেখা হল দক্ষিণী তারকা অল্লু অর্জুনের (Allu Arjun)। ছবি পোস্ট করলেন অভিভূত কৌশিক গঙ্গোপাধ্যায়।


কৌশিক গঙ্গোপাধ্যায়-অল্লু অর্জুন সাক্ষাৎ


'লক্ষ্মী ছেলে' উজান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে লন্ডন পাড়ি দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই ফ্লাইটেই শনিবার দেখা হল অল্লু অর্জুনের সঙ্গে। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে পরিচালক লেখেন, 'এই ভদ্রলোকের সঙ্গে, আমার লক্ষ্মী ছেলে উজানের সঙ্গে লন্ডনের অক্সফোর্ডে দেখা করতে যাওয়ার ফ্লাইটে আলাপ হল। তাঁকে সঙ্গে সঙ্গে চেনা যায়... আমাদের থেকে তিনটি সিট পিছনে বসেছিলেন।'


কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, দীর্ঘক্ষণের প্লেন সফরে মাঝেমধ্য়ে যানের আয়ালে হাঁটাচলা করতে হয়। তখনই তিনি আলাপ সারেন অভিনেতার সঙ্গে, পরিচয় দেন নিজের। সঙ্গে সঙ্গে জমে ওঠে আলাপচারিতা। কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, তাঁর আগামী ছবি ও তাঁর ছেলে-অভিনেতা উজানের জন্য একরাশ শুভেচ্ছা পাঠিয়েছেন অল্লু অর্জুন। 


 






আমার দর্শকদের সঙ্গে আমার গল্পগুলি ভাগ করতে না পারার তিনটি মহামারী-আক্রান্ত বছর পরে, এই আশীর্বাদগুলি কেবল স্বাগত নয়, অর্থবহও। আর সেসব একজন নম্র ভদ্রলোকের কাছ থেকে এসেছে, যিনি পর্দায় এতটাই প্রভাবশালী, সাবলীল এবং দুর্দান্ত যে সাধারণ মানুষের চোখে তিনি ঈশ্বর হয়ে ওঠেন।


আরও পড়ুন: Chup Teaser Out: পরিচালক গুরু দত্তের জন্মদিনে 'চুপ' ছবির টিজার প্রকাশ আর বালকির