কলকাতা: ডেঙ্গি (Dengue) আক্রান্ত বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। দিন তিনেক আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তৈরি হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল, গুরুতর অসুস্থ তিনি। শনিবার সেই খবর নিজেই নিশ্চিত করলেন পরিচালক। নিজেরই ছবির গানের পংক্তির সঙ্গে মিলিয়ে জানালেন কমেছে প্লেটলেট সংখ্যা।


ডেঙ্গি আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়


শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন পরিচালক। তাঁর জনপ্রিয় ছবি 'অটোগ্রাফ'-এর বিখ্যাত গান 'চল রাস্তায় সাজি ট্রামলাইন'। সেই গানের পংক্তির সঙ্গে মিলিয়ে পোস্টে লিখলেন, 'জল রাস্তায় হয় ডেঙ্গি, আর কমে যায় তাই প্লেটলেট...'। তারই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন 'কনফার্মড' অর্থাৎ নিশ্চিত। পোস্টে সৃজিতে দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই, কমেন্ট করেছেন অনুরাগীরাও। অপর্ণা সেন লেখেন, 'টেক কেয়ার ঋজু! আমারও ডেঙ্গি হয়েছিল এবং আমি জানি যে এটা কেমন দুর্বল করে দেয়। আশা করছি তুমি নার্সিং হোমে গিয়েছ।' তার উত্তরে অবশ্য পরিচালক লেখেন, 'এখনও না। কাল একবার প্লেটলেটটা দেখে পরশু স্যুটকেস প্যাক করব ভাবছি।' অর্থাৎ এখনও পরিচালক বাড়িতেই আছেন। তবে আগামীকাল প্লেটলেট সংখ্যা চেক করিয়ে প্রয়োজন পড়লে ভর্তি হবেন নার্সিং হোমে। সেই কমেন্ট থ্রেডে মজা করে আবার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ওঁকে কোনও নার্সিং হোম নেয় না রিনা দি। অত ট্যানট্রাম কে সহ্য করবে?' কমেন্ট বক্সে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, 'জলদি সুস্থ হয়ে ওঠো, আমার রিপোর্ট নেগেটিভ এলো আজকে!' 


 



বুধবার সৃজিত ফেসবুকে লেখেন, 'It's getting dark, too dark to see...', অর্থাৎ, 'অন্ধকার নামছে, এত অন্ধকার যেখানে কিছুই দেখা যায় না...'। সূত্রের খবর অনুযায়ী, প্রবল জ্বরে আক্রান্ত 'জুলফিকর' পরিচালক।


আরও পড়ুন: Madhubani Goswami: 'অভিনয়ই আমাকে পরিচিতি দিয়েছে', ৪ বছর পর ক্যামেরার সামনে ফিরতে পেরে উচ্ছ্বসিত মধুবনী


উল্লেখ্য, বড়পর্দায় দেবের (Dev) 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh o Durgo Rohossyo) মুক্তির পরে প্রকাশ্যে এল ওয়েব পর্দায় ব্যোমকেশের টিজার। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত 'দুর্গরহস্য' পরিচালনা করেছেন সৃজিত। এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব ও রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র। তবে 'হইচই'-এর এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কবে এই সিরিজ মুক্তি পাবে, এখনও সেই দিন প্রকাশ্যে আসেনি। এছাড়া পুজোয় আসছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার'।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial