✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

TMC MP Suspended: রুলবুক ছোড়ার অভিযোগ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন

abp ananda   |  pampaas   |  21 Dec 2021 08:58 PM (IST)

TMC MP Suspended: মঙ্গলবার রাজ্যসভায় নির্বাচন সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় ডেরেক সভাপতির চেয়ারের দিকে রুলবুক ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। তার পর বিরোধীদের সঙ্গে রাজ্যসভা থেকে ওয়াক আঠু করেন।

মঙ্গলবার রাজ্যসভায় ডেরেক।

নয়াদিল্লি: এ বার রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ জেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) আর যত দিন বাকি রয়েছে, তত দিন পর্যন্ত সাসপেন্ড করা হল তাঁকে। বিধিভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। 
 
মঙ্গলবার রাজ্যসভায় নির্বাচনী সংশোধনী বিল (Election Reforms Bill) নিয়ে আলোচনার সময় ডেরেক সভাপতির চেয়ারের দিকে রুলবুক ছুড়ে দেন বলে অভিযোগ। তার পর বিরোধীদের সঙ্গে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন। তার জেরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
 
The last time I got suspended from RS was when govt. was BULLDOZING #FarmLaws We all know what happened after that. Today, suspended while protesting against BJP making a mockery of #Parliament and BULLDOZING #ElectionLawsBill2021 Hope this Bill too will be repealed soon
সাসপেন্ড হওয়ার পর এ দিন টুইটারে ডেরেক লেখেন, 'গায়ের জোরে যখন কৃষি আইন পাশ করাচ্ছিল সরকার, সেই সময় শেষ বার রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম। তার পর কী হয়েছিল, তা সকলেই জানেন। বিজেপি সংসদভবনকে যে প্রহসনে পরিণত করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আজ রাজ্যসভা থেকে সাসপেন্ড হলাম। এ বারও গায়ের জোরে নির্বাচনী বিল পাশ করাচ্ছে সরকার। আশা করি এই বিলও শীঘ্রই প্রত্যাহার করতে হবে।'
 
আরও পড়ুন: Instagram Account Hacked: সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অভিযোগ প্রিয়ঙ্কা গাঁধীর
 
যদিও সেই সময় চেয়ারে থাকা সস্মিত পাত্রের অভিযোগ, ডেপুটি চেয়ারম্যান ডেরেকের কথা শুনছিলেন। সেই সময়ই চেয়ারের দিকে রুলবুক ছুড়ে দেন তিনি।সস্মিতের কথায়, "রুলবুক এসে চেয়ারে লাগতে পারত। অথবা যে টেবিলে সেক্রেটারপি জেনারেল এবং আধিকারিকরা বসেছিলেন, এসে পড়তে পারত সেখানেও।"
 
এর আগে, বিতর্কিত তিনটি কৃষি বিল পাশ হওয়ার সময় রাজ্যসভা থেকে সাসপেন্ড হন ডেরেক। এ বারে শীতকালীন অধিবেশনের শুরুতেও তৃণমূলের দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী-সহ বিরোধী শিবিরের ১২ জন সাংসদকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে। তবে শীতকালীন অধিবেশনে নয়, বাদল অধিবেশনে বিধিভঙ্গের সাজা শীতকালীন অধিবেশনে দেওয়া হয় তাঁদের। সেই নিয়ে এখনও সংসদের বাইরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাসপেন্ড হওয়া ওই ১২ জন সাংসদ এবং সব বিরোধী দল।
Published at: 21 Dec 2021 06:35 PM (IST)
Tags: TMC rajya sabha derek o'brien Derek O'Brien
  • হোম
  • খবর
  • ভারত
  • TMC MP Suspended: রুলবুক ছোড়ার অভিযোগ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.