এখানে বলে রাখা দরকার, ইনস্টাগ্রামে বলিউডের এই অভিনেত্রীর প্রায় ৭৫ লক্ষ ফলোয়ার্স রয়েছে।
2/11
২০১৭ সালের শুরুতে ফিল্ম ‘কুং ফু যোগা’ হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গেও কাজ করেছেন দিশা।
3/11
বর্তমানে, গার্নিয়ারের মতো বড় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দিশা।
4/11
দেখুন, দিশা পাটনির আরও কিছু স্পোর্টি লুকের ছবি।
5/11
দিশা নিজের সাম্প্রতিকতম কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ছবিতে তাঁকে ভীষণই স্পোর্টি লুকে দেখা গিয়েছে।
6/11
এখানে বলে রাখা প্রয়োজন, টাইগারের মতোই দিশা নিজের ফিটনেসের ওপর প্রচণ্ড গুরুত্ব দেন। তিনি প্রায়ই নিজের টোনড বডির ছবি ইনস্টাগ্রামে দিয়ে থাকেন।
7/11
সম্প্রতি, যে ছবি প্রকাশ করেছেন দিশা, তাতে তাঁকে নিজের টোনড্ বডি প্রদর্শন করতে দেখা যাচ্ছে। ছবিগুলি দিশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেন।
8/11
দেখে মনে হচ্ছে, গার্লফ্রেন্ড দিশাকে নিজের মতো টোনড্ বডি তৈরি করার ফিটনেস মন্ত্র দিচ্ছেন টাইগার শ্রফ। দিশার সাম্প্রতিক ছবি দেখে তো তেমনই মনে হচ্ছে।
9/11
‘এমএস ধোনি: অ্যান আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিশা পটানির। অভিনয়ের সুবাদে আলোচনার মধ্যে থেকেছেন তিনি। টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল।
10/11
বলিউডের হ্যান্ডসাম হাঙ্কের তালিকায় অন্যতম সেরা টাইগার। নিজের ফিটনেসকে প্রচণ্ড গুরুত্ব দেন তিনি।
11/11
বক্স অফিসে দারুণ সফল বলিউড অভিনেত্রী দিশা পাটনি এবং টাইগার শ্রফ অভিনীত ছবি ‘বাগী ২’। অ্যাকশনে ভরপুর এই ছবির পরিচালক আহমেদ খান।