কলকাতা: এই প্রথম। ভালবাসার দিনে নিজের ভালবাসার ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha)-র স্ত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। সদ্য মা হয়েছেন ঐন্দ্রিলা, বাবা হয়েছেন দুর্নিবার। ভালবাসার দিনে, একে অপরকে কী কথা দিলেন তাঁরা?


বর্তমান রীতি মেনে ছেলের মুখের ছবি প্রকাশ্যে আনেননি দুর্নিবার বা মোহর (ঐন্দ্রিলা মোহর নামেই ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত) কেউই। তিনি প্রকাশ্যে এনেছেন দুর্নিবারের দুটি হাতের ছবি। দুহাতে শিল্পী আগলে রয়েছেন একরত্তি ছেলেকে। সেই ছবি শেয়ার করে মোহর লিখেছেন, 'কথা দিচ্ছি.. কঠিন থেকে সহজ, সবসময়ে এই ২ জোড়া হাত আমি ধরে থাকব। আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো মানুষকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day)।' মোহরের এই পোস্টটি শেয়ার করে ভালবাসা জানিয়েছেন দুর্নিবার সাহাও। বাবা-মা হওয়ার পরে এই তো প্রথম ভ্যালেন্টাইন্স ডে তাঁদের। 




মোহর (ঐন্দ্রিলা মোহর নামেই পরিচিত) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র ব্যক্তিগত সহকারী, অন্যদিকে দুর্নিবার জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন চলেছিল দীর্ঘদিন। অবশেষে প্রেমের খবর প্রকাশ্যে আনেন মোহরই। সোশ্যাল মিডিয়ায় দুর্নিবারের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি দিয়ে তিনি জানান, দুর্নিবারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। সেই প্রেম তারপরে এগোয় বিয়ের পিঁড়িতে। মোহর-দুর্নিবারের বিয়েতে হাজির ছিল কার্যত গোটা টলিউড। নিজের মেয়ের মতো করেই দাঁড়িয়ে থেকে মোহরের বিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 


এরপরে, বিভিন্ন জায়গাতেই একসঙ্গে দেখা যেত মোহর ও দুর্নিবারকে। বিভিন্ন পার্টি থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে সবসময়েই মোহরকে আগলে রাখতেন দুর্নিবার। সদ্য মোহরের সাধ উদযাপন হয়েছে। বিশেষ দিনে, সাদা শাড়ি আর গা ভরা গয়নায় সেজেছিলেন মোহর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল সেই ছবি। অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন হবু মা-কে। গত ৪ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করে দুর্নিবার জানান, পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তিনি ও মোহর।


বাবা-মা হওয়ার ১০ দিন পরে প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন দুর্নিবার। তবে খুদের মুখ দেখার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।


 


আরও পড়ুন: Ankush Hazra: টিজারেই জমাটি অ্যাকশনের ঝলক, জন্মদিনে 'মির্জা' অঙ্কুশের শুরু নতুন লড়াই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।