এক্সপ্লোর
এখন তিনি সিঙ্গল, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে, স্বীকার করলেন বলিউডের নয়া হার্টথ্রব ভিকি কৌশল

মুম্বই: উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সুপার ডুপারহিট হলেও ভিকি কৌশলের ব্যক্তিগত জীবন মোটেও সুরে সুর মেলাচ্ছে না। উল্টে ব্রেক আপ করে বসেছেন প্রেমিকার সঙ্গে। ভিকি নিজেই সর্বসমক্ষে স্বীকার করেছেন এ কথা।
কফি উইথ কর্ণ অনুষ্ঠানে ভিকি ইঙ্গিত দেন অভিনেত্রী হারলীন শেঠির সঙ্গে ডেট করছেন তিনি। তারপর উরি-র অসামান্য সাফল্যের পর তাঁদের যে ছবি সামনে আসে, তাতে বোঝা যায়, সত্যিই অত্যন্ত ঘনিষ্ঠ তাঁরা।
কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় দুঃখী দুঃখী পোস্ট করে চলেছেন হারলীন। ভিকিকে আনফলোও করে দিয়েছেন। তাতে অনেকে মনে করেন, দুজনের বোধ হয় ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, হিট নায়ক হওয়ার পর থেকে ভিকি ভূমি পেডনেকর ও ক্যাটরিনা কাইফের সঙ্গে যেভাবে মাখামাখি শুরু করেন, তা হারলীনের ভাল লাগেনি। ফলে এই ব্রেক আপ।
যদিও কেউ বিচ্ছেদের ব্যাপারে এতদিন স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু এবার ভিকি আর রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন, তিনি সিঙ্গল। তারপর বলেছেন, দর্শকদের সঙ্গে এবার ঘনিষ্ঠ হতে চান তিনি।
বলিউডে জোর খবর, ভিকি এখন ক্যাটরিনার সঙ্গে ভালরকম মেলামেশা করছেন। জোয়া আখতারের বাড়ি এক গেট টুগেদারে তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছে। তাঁরা দুজন ছাড়াও ছিলেন ফারহান আখতার, শিবানী দান্ডেকর, গালি বয়-এর অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদী, গৌরী খান প্রমুখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
খবর
জেলার
Advertisement
