নয়াদিল্লি: বলিউডে এষা দেওল (Esha Deol) পা রেখেছিলেন যখন প্রায়ই তারকা সন্তানদের বিশাল লঞ্চ হত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এষা জানান যে তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) পা রাখার পক্ষে মত ছিল না বাবা ধর্মেন্দ্রর। হেমা মালিনী (Hema Malini) ও ধর্মেন্দ্রর (Dharmendra) মেয়ে এষা জানান যে তাঁর বাবা চেয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দিতে। মেয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখবে, একেবারে তার বিপক্ষে না থাকলেও, ধর্মেন্দ্রকে রাজি করাতে খানিক বেগ পেতে হয়েছিল বলেই দাবি অভিনেত্রীর। 


বাবাকে 'রক্ষণশীল' বলে সম্বোধন এষার, কেন?


সম্প্রতি 'Hauterrfly'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী এষা দেওল বলেন, তাঁর বাবা, তারকা অভিনেতা ধর্মেন্দ্র 'আক্ষরিক অর্থে গোঁড়া'। ধর্মেন্দ্রর বেড়ে ওঠার সঙ্গে তাঁর রক্ষণশীল ও প্রাচীনপন্থী মনোভাবের সংযোগের বর্ণনা দেন অভিনেত্রী। ধর্মেন্দ্র পাঞ্জাবী পরিবারের সন্তান। তিনি বিশ্বাস করতেন, যে মেয়েদের বিয়ে করে সংসার করাই উচিত, কারণ তিনি বেড়ে উঠেছেন তেমনই দেখে, দাবি অভিনেত্রীর। 


এষা বলেন, 'বাবা চাননি আমি সিনেমায় পা রাখি। উনি খানিক রক্ষণশীল, এবং আক্ষরিক অর্থেই তাই... তিনি চেয়েছিলেন আমরা ১৮ বছরেই বিয়ে করে সংসার করি। ওঁর ভাবনাই এমন ছিল, কারণ তিনি এমন জায়গা থেকে এসেছেন যেখানে পরিবারের মহিলারা ওভাবে বেড়ে উঠেছে। কিন্তু আমার লালন-পালন খুব আলাদা ছিল।'


এষাকে বড় করেছেন তাঁর মা হেমা মালিনী। ফলে ফিল্মি দুনিয়ায় মায়ের কর্মজীবন তাঁকে প্রভাবিত করে এবং তিনিও চেয়েছিলেন যে ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পাকা করতে। কিন্তু বাবাকে রাজি করানো সহজ ছিল না। এষা বলেন, 'আমি জানতাম আমি নিজের নাম তৈরি করতে চাই, কিন্তু বাবাকে রাজি করাতে খানিক সময় লাগে। সহজ ছিল না, কিন্তু আজ পরিস্থিতি বদলে গিয়েছে।'


আরও পড়ুন: Dev: 'আন্দোলনকে সাধুবাদ, মনে করি মুখোমুখি আলোচনাই একমাত্র সমাধান', জুনিয়র চিকিৎসক-মুখ্যমন্ত্রী বৈঠক প্রসঙ্গে দেব


২০০২ সালে এষা দেওল যখন বলিউডে পা রাখেন, ততদিনে ধর্মেন্দ্রের প্রথম পক্ষের দুই সন্তান, সানি দেওল ও ববি দেওল নিজের স্থান পাকা করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। বড় হয়ে ওঠার সময় এষাকে দিদার কড়া শাসনে থাকতে হত, সেই কথাও জানান অভিনেত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।