এক্সপ্লোর
Advertisement
বলিউডে প্রত্যেক নবাগতই আমির খান হতে চায়, বললেন টাইগার
মুম্বই: শাহরুখ, সলমন ও আমির- তিন খান পরস্পরের থেকে আলাদা। কিন্তু বলিউডে সব নবাগতই আমির খান হতে চান। বললেন টাইগার শ্রফ। জ্যাকি শ্রফ পুত্রের মন্তব্য, আমিরের কাজ নতুন প্রজন্মকে প্রেরণা দেয়। তাই সকলের স্বপ্ন, তাঁর সঙ্গে একবার না একবার কাজ করা।
টাইগার বলেছেন, তিন খানেরই কাজের নিজস্ব ধরন রয়েছে। কিন্তু আমির প্রত্যেক ছবির সঙ্গে নিজের মান আরও উঁচুতে তুলে ধরেন। তাঁর মত যে কোনও নবাগতর স্বপ্ন, কোনও একদিন আমিরের মত হওয়া।
তাঁর কথায়, আমিরের কাছ থেকে শেখার অজস্র বিষয় রয়েছে। তিনি অভিনয়ের এনসাইক্লোপিডিয়া। যে ইন্ডাস্ট্রিতে আমির আছেন, তাতে জায়গা পেয়ে টাইগার গর্বিত।
টাইগারের আগামী ছবি ‘মুন্না মাইকেল’। তাতে তিনি কাজ করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। টাইগার জানিয়েছেন, ছবির কাজ সিংহভাগ শেষ হয়ে গিয়েছে। গোটা পরিবারের জন্য এটা একটা বিনোদনমূলক ছবি।
সেরা স্টাইলিশ অভিনেতার পুরস্কার জেতা সত্ত্বেও টাইগার জানিয়েছেন, নিজেকে স্টাইলিশ বলে মনে হয় না তাঁর। তাঁর কাছে, সে সময়কার মানসিক অবস্থা ও নিজস্বতাই স্টাইল। বরং হৃতিক রোশনকে প্রকৃত অর্থে স্টাইলিশ বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement